• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ১০ মাঘ ১৪২৭, ১০ জমাদিউস সানি ১৪৪২

বনাঞ্চলে ‘আগুন হামলা’র আহ্বান আইএসের!

    সংবাদ :
  • সংবাদ ডেস্ক
  • | ঢাকা , শনিবার, ০৯ নভেম্বর ২০১৯

ইউরোপ-আমেরিকায় বসবাসরত অনুগতদের বনাঞ্চলে আগুন হামলার আহ্বান জানিয়েছে ইসলামপন্থি জঙ্গিগোষ্ঠী আইএস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও স্পেনের বন যখন দাবানলে পুড়ে ছাই হচ্ছে তখনই এমন ভয়াবহ হামলার আহ্বান জানায় এ জঙ্গিগোষ্ঠীটি। গত সোমবার ‘কুরায়েশ’ নামের আইএসআইএস’র একটি মিডিয়া প্ল্যাটফর্মে এমন চারটি পোস্টার প্রকাশ করে, যাতে এ আহ্বান সংবলিত বার্তা পাওয়া গেছে। সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

একটি পোস্টারে আগুন হামলাকে ধর্মযুদ্ধের অংশ উল্লেখ করে আইএস অনুসারীদের উৎসাহিত করতে লেখা হয়েছেÑ ‘যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির বনাঞ্চলে আগুন লাগিয়ে দাও। এতে তাদের শাস্তি হবে।’ মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, গত এপ্রিলে সর্বপ্রথম আইএস তার অনুসারীদের প্রতি ইউরোপ-আমেরিকার বনে আগুন লাগিয়ে দেয়ার আহ্বান জানিয়েছিল।

এরপর চারবার এ আহ্বান জানায় তারা। তবে এখন পর্যন্ত দাবানল বা বনে আগুনের পেছনে জঙ্গিদের হাত রয়েছে কিনা তা জানা যায়নি। আইএসের ওই ভয়ানক আহ্বান সংবলিত একটি পোস্টারে লেখা আছে- ‘হে তৌহিদের অনুসারীরা, তোমরা যারা ইউরোপ এবং আমেরিকায় আছ, বন-জঙ্গল এবং ফসলের মাঠে আগুন লাগিয়ে দাও। এতে তাদের শাস্তি হবে।’ ২৬ অক্টোবর সিরিয়ায় মার্কিন অভিযানের সময় আত্মঘাতী হয়ে নিজেকে উড়িয়ে দেন আইএসের প্রধান আবু বক্কর আল বাগদাদি। এরপরও সামাজিক মাধ্যমে মানুষ হত্যার হুমকির প্রচারণা চালাচ্ছে ওই সশস্ত্রগোষ্ঠী। এখনও ওই গোষ্ঠীকে হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।