• banlag
  • newspaper-active
  • epaper

বুধবার, ১৯ জুন ২০১৯, ৫ আষাঢ় ১৪২৫, ১৫ শাওয়াল ১৪৪০

ফ্রান্সে ভবনে আগুন দগ্ধ ২২

সংবাদ :
  • সংবাদ ডেস্ক

| ঢাকা , শনিবার, ১২ জানুয়ারী ২০১৯

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তলৌসি নগরীতে একটি আবাসিক ভবনে অগ্নিকান্ডে কমপক্ষে ২২ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন।

এক প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার ৪ তলাবিশিষ্ট ওই ভবনে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে তারা দগ্ধ হয়। পার্শ্ববর্তী একটি হোটেল থেকেও সবাইকে সরিয়ে নেয়া হয়েছে। দমকল বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সিলভাইন গার্গাদ বলেন, আগুনে ভবনটির অংশ বিশেষ ধসে পড়ে এবং পার্শ্ববর্তী একটি হোটেল থেকেও অতিথিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। লিফট শিফটের মাধ্যম আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। হতাহতের মধ্যে দুজন দমকলকর্মীও রয়েছেন। ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানায় ফায়ার সার্ভিস।