ইউক্রেনের বিমানবাহিনীর একটি পরিবহন বিমান শুক্রবার গভীর রাতে পূর্ব শহর চুগুয়েভের কাছে বিধ্বস্ত হয়। এ ঘটনায় ২৫ জনের প্রাণহানি হয় বলে দেশটির জেনারেল প্রসিকিউটরের অফিস সংবাদ মাধ্যমকে জানায়। জেনারেল প্রসিকিউটরের অফিস জানিয়েছে, বেঁচে যাওয়া দু’জনকে গুরুতর অবস্থার জন্য চিকিৎসা সুবিধায় রাখা হয়েছে। সিএনএন।
অ্যান্টোনভ অ্যান-২৬ বিমানটি অবতরণ করার সময় এ দুর্ঘটনা ঘটে। ইউক্রেনীয় স্টেট ইমারজেন্সি সার্ভিস অনুসারে, যাত্রীবাহী ২ জন লোক ছিল কাছের একটি বিমানবাহিনী বিশ্ববিদ্যালয়ের ক্রু এবং ক্যাডেট।
জেনেভা ভিত্তিক বিমান দুর্ঘটনা সংরক্ষণ ব্যুরো অনুযায়ী, ২০১৭’র পর থেকে কমপক্ষে ১০টি আন্তোনিভ অ্যান-২৬ বিমান দুর্ঘটনার সঙ্গে জড়িত রয়েছে, ২০১৮-এর ক্র্যাশে উত্তর-পশ্চিম সিরিয়ার হিমিমিন বিমান ঘাঁটিতে অবতরণের সময় ঘটে যাওয়া এই সংঘর্ষে ৩৯ জন নিহত হয়েছেন। অ্যান-২৬ ইউক্রেনের কিয়েভে ১৯৬৯ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত উৎপাদিত একটি টুইন ইঞ্জিন টার্বোপ্রপ বিমান ছিল যখন দেশটি পূর্ব সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।
সেনা অভ্যুত্থানের মাধ্যমে ইব্রাহিম বুবাকার কেইটাকে ক্ষমতাচ্যুত করার এক মাসেরও বেশি সময়
সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস-মাডা-বায়ো বলেন, তার পূর্বসূরি প্রেসিডেন্ট আর্নেস্ট বাই কোরোমার প্রশাসনে
নতুন চাঁদের বিকিরণ পরিমাপ মহাকাশচারীদের স্বাস্থ্যের ঝুঁকি নির্ধারণে সহায়তা করতে পারে। চন্দ্রের উপরের
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নতুন বিচারক পদে ‘অ্যামি কনে ব্যারেট’কে নিয়োগ দিতে যাচ্ছেন