তাঞ্জানিয়ায় গণপ্রার্থনা
তাঞ্জানিয়ার উত্তরাঞ্চলীয় জেলা মোশির গসপেল বাইবেল অনুসারীদের একটি গির্জায় গণপ্রার্থনারত এক অনুসারী। এ প্রার্থনা চলাকালে পদদলিত হয়ে কমপক্ষে ২০ জন নিহত হন - এএফপি
আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ তাঞ্জানিয়ার একটি স্টেডিয়ামে স্থানীয় একটি গির্জা আয়োজিত গণপ্রার্থনা চলাকালে পদদলিত হয়ে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এছাড়াও এ সময় আরও ১৬ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচটি শিশুও রয়েছে। উত্তরাঞ্চলীয় মোশি জেলার মোশি শহরে গত শনিবার সন্ধ্যায় এ হতাহতের ঘটনা ঘটে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পাওে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্স।
গতকাল রোববার দেশটির কর্মকর্তারা বরাতে এ তথ্য জানিয়ে বার্তা সংস্থাটি এক প্রতিবেদনে বলেছে, ওই সন্ধ্যায় কিলিমানজারো পর্বতের পাদদেশীয় মোশি শহরটির স্টেডিয়ামে প্রার্থনা সভায় কয়েকশ’ মানুষ যোগ দেন। প্রার্থনার একপর্যায়ে ‘পবিত্র তেলে’ অভিষিক্ত হতে তারা হুড়োহুড়ি শুরু করলে পদদলনের এ ঘটনা ঘটে। মোশির চেলা প্রশাসক (ডি.সি.) কিপ্পি ওয়ারিওবা টেলিফোনে রয়টার্সকে বলেন, ‘এ ঘটনায় ২০ জন মারা গেছে ও ১৬ জন আহত হয়েছে।’ নিহতদের মধ্যে পাঁচটি শিশুও আছে বলে জানিয়ে তিনি বলেন, ‘প্রার্থনাকারীরা পবিত্র তেলে অভিষিক্ত হওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করলে পদদলনের ঘটনাটি ঘটে।’
এদিন গির্জাটির যাজক বোনিফেইস মোয়াম্পোসা গির্জার প্রার্থনা চলার সময় প্রার্থনাকারীদের তার বর্ণিত ‘পবিত্র তেলের’ ওপর দিয়ে হাঁটলে উন্নতি ও রোগমুক্তি হবে বলে প্রতিশ্রুতি দেন। এতে বহু লোক সেখানে জড়ো হলে হুড়োহুড়ি শুরু হয়। ঘটনাটি রাতে ঘটায় ও যে পরিমাণ মানুষ স্টেডিয়ামটিতে জড়ো হয়েছিল তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে,
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কথিত শতাব্দীর সেরা চুক্তি (ডিল অব দ্য সেঞ্চুরি)
করোনাভাইরাস অবরুদ্ধ হুবেই প্রদেশ
চীনের হুবেই প্রদেশের ৩০ কোটিরও বেশি মুরগি এখন মৃত্যুর মুখে। মানুষের মধ্যে
ইরাকের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক যোগাযোগমন্ত্রী মোহাম্মদ তৌফিক আলাউয়ি। দেশটির
আফ্রিকার মধ্যাঞ্চলীয় শহর ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে সন্দেহভাজন জঙ্গিদের সিরিজ হামলায়
করোনাভাইরাস
বেইজিংয়ে নিহত ৩০৪, আক্রান্ত ১৪ হাজার
চীনে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ
দেশের আর্থিক দোলাচলের মধ্যেই ভারতের নতুন বাজেট ঘোষণা করেছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা