• banlag
  • newspaper-active
  • epaper

শুক্রবার, ১৪ আগস্ট ২০২০, ২৩ জিলহজ ১৪৪১, ৩০ শ্রাবণ ১৪২৭

নেপালে করোনায় প্রথম মৃত্যু

    সংবাদ :
  • সংবাদ ডেস্ক
  • | ঢাকা , সোমবার, ১৮ মে ২০২০

নেপালে করোনাভাইরাসে প্রথমবারের মতো প্রাণহানির ঘটনা ঘটেছে। গত শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সিএনএন। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ^বিদ্যলয়ের দেয়া তথ্য অনুযায়ী, নেপালে এখনও পর্যন্ত ২৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে মার্কিন এ সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে বলেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মৃত ব্যক্তি একজন ২৯ বছরের নারী। তিনি রাজধানী কাঠমান্ডু সংলগ্ন এলাকার বাসিন্দা। গত ২৪ মার্চ থেকে নেপালে দেশজুড়ে লকডাউন কার্যকর রয়েছে। এছাড়া ভারত ও চীনের সঙ্গে দেশটির সীমান্তও সিল করে দেয়া হয়েছে।