• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০, ১৪ মাঘ ১৪২৬, ২ জমাদিউস সানি ১৪৪১

তীব্র দাবদাহে ভারতে চারজনের প্রাণহানি

সংবাদ :
  • সংবাদ ডেস্ক

| ঢাকা , বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯

ভারতের উত্তর প্রদেশের ঝাঁসিতে একটি যাত্রীবাহী ট্রেনে তীব্র গরমে চার যাত্রীর মৃত্যু হয়েছে। কেরালা এক্সপ্রেস নামের ট্রেনটির অন্য এক যাত্রীর অবস্থাও আশঙ্কাজনক। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

ওই প্রতিবেদনে বলা হয়, গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় কেরালা এক্সপ্রেসে ছিলেন ওই ব্যক্তিরা। শারীরিক অস্বস্তির কথা বলছিলেন তারা। ট্রেনটি ঝাঁসি পৌঁছানোর আগেই তারা মারা যান। ঝাঁসি স্টেশনে মরদেহগুলো নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ওই যাত্রীরা আগ্রা থেকে কোয়েম্বাটুরগামী ট্রেনের এস-৮ ও এস-৯ কোচে ছিলেন। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার নীরজ অম্বিশট বলেন, ময়নাতদন্তের পর মরদেহগুলো মঙ্গলবার কোয়েম্বাটুরে পাঠানো? হবে। মৃত ব্যক্তিরা ৬৮ সদস্যের একটি দলের সঙ্গে বারানসি ও আগ্রা ভ্রমণ করে ফিরছিলেন। দলের এক সদস্য বলেন, আগ্রা ছাড়ার পর গরম অসহ্য হয়ে উঠতে থাকে। কয়েকজন শ্বাসকষ্ট ও শারীরিক অস্বস্তির অভিযোগ জানাতে থাকেন। কিন্তু কোন সাহায্য পাওয়ার আগেই তারা মারা গেলেন। মৃত ব্যক্তিরা হচ্ছেনÑ বুন্দুর পালানিসেম (৮০), বালকৃষ্ণ রামস্বামী (৬৯), ছিন্নারে (৭১) ও ধিভা নাই (৭১)। এছাড়া সুব্বারাইয়া (৭১) নামের এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।