• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০, ১০ মহররম ১৪৪২, ১১ আশ্বিন ১৪২৭

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২০

ট্রাম্পের প্রচারণায় ইলহানকে কটাক্ষ করে স্লোগান

সংবাদ :
  • সংবাদ ডেস্ক

| ঢাকা , শনিবার, ২০ জুলাই ২০১৯

image

২০২০ সালের ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের উওর ক্যারোলিনা অঙ্গরাজ্যে গত বুধবার প্রচারণা চালিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার প্রচারণা মিছিলে মুসলিম ও সোমালিয়া বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমরকে উদ্দেশ্য করে ‘ফেরত পাঠাও’ স্লোগান দিয়েছেন ট্রাম্পের সমর্থকরা। তবে এই স্লোগানে সায় দেননি ট্রাম্প। তিনি বলেন, ‘আমি ব্যাপারটায় খুশি নই। আমি দ্বিমত পোষণ করছি।’

গত রোববার ধারাবাহিক তিনটি টুইটার বার্তায় কংগ্রেসের চার নারী ডেমোক্র্যাট সদস্যকে কটাক্ষ করেন ট্রাম্প। তাদের উদ্দেশ্য করে ট্রাম্প লেখেন, কংগ্রেসের নারী প্রগতিশীল সদস্যরা মূলত যেসব দেশ থেকে এসেছেন সেসব দেশের সরকারগুলোই চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে, সেগুলোই সবচেয়ে খারাপ, সবচেয়ে দুর্নীতিবাজ আর সবচেয়ে নিষ্ক্রিয়। আর তারাই এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর মহান দেশ যুক্তরাষ্ট্র কিভাবে চলবে তার পরামর্শ দিচ্ছে। এসব ডেমোক্র্যাট সদস্যদের ‘নিজ দেশে’ ফিরে গিয়ে সেসব ঠিক করতে সাহায্য করার পরামর্শ দেন ট্রাম্প। এরপরই শুরু হয় সমালোচনার ঝড়। অনেক রিপাবলিকানও এ বিষয়ে ট্রাম্পের সমালোচনা করেন। নর্থ ক্যারোলিনায় অনুষ্ঠিত মিছিলে স্লোগান নিয়ে ট্রাম্প বলেন, স্লোগানটি অনেক বড় ছিল। কিন্তু আমার ভালো লাগেনি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি খুব দ্রুতই কথা বলেছি এবং এই স্লোগানটিও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়। যে চার নারী সদস্যকে উদ্দেশ্য করে ট্রাম্প বর্ণবাদী টুইট করেছেন তারা হলেন- আলেক্সজান্দ্রিয়া ওকাসিয়ো কর্টেজ, রাশিদা তালিব, আয়ান্না প্রেসলি এবং ইলহান ওমর। এদের মধ্যে প্রথম তিনজনের জন্ম ও বেড়ে উঠা যুক্তরাষ্ট্রের মাটিতেই। চতুর্থ জন ইলহান ওমর শিশু বয়সেই যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। সেই ইলহানকে উদ্দেশ করেই স্লোগান ওঠে ট্রাম্পের মিছিলে। ইলহান সোমালিয়া বংশোদ্ভূত মার্কিন নাগরিক। দেশটির গৃহযুদ্ধ থেকে পালিয়ে তার পরিবার যুক্তরাষ্ট্রে এসেছিল।