চীনের হুবেই প্রদেশে করোনায় আক্রান্ত সন্দেহভাজন এক প্রতিবন্ধী কিশোরকে পৃথক রাখা অবস্থায় দেখভালের অভাবে মৃত্যু হয়েছে। এ ঘটনা নিয়ে তদন্তের পর হোনগান কাউন্টি কর্তৃপক্ষ স্থানীয় দুই গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। বুধবার ১৬ বছর বয়সী ইয়ান চেংয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। তার সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধিতা ছিল। সে কথা বলতে, হাঁটতে বা নিজে নিজে খেতেও পারতো না। বিবিসি।
সংবাদ সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউমোনিয়াসদৃশ করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বাবা ও ভাইকে বিচ্ছিন্ন করে ফেলার এক সপ্তাহ পর চেংয়ের মৃতদেহ পাওয়া যায়। তার বাবার শরীরে নভেল করোনাভাইরাস ধরা পড়েছে। মা হারা চেংয়ের দেখভাল বাবাই করতেন। বাবাকে পৃথক করার পর তাকে খাওয়ানোর বা দৈনন্দিন জীবনে তাকে সাহায্য করার কেউ ছিল না। মৃত্যুর আগপর্যন্ত প্রতিবন্ধী ওই কিশোর মাত্র দুইবার খেতে পেয়েছিল বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে। মর্মান্তিক এ কাহিনী চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের শোকাচ্ছন্ন করে রেখেছে। এ ঘটনায় তাদের ‘দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য’ স্থানীয় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও হুজিয়াহ শহরের মেয়রকে পদ থেকে অপসারণ করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে কুয়ান্টারাইন করার পর চেংয়ের বাবা সামাজিক যোগাযোগমাধ্যম উইবুতে খাবার ও পানিবিহীন অবস্থায় প্রতিবন্ধী সন্তানকে ছেড়ে আসার কথা জানিয়ে তাকে সহায়তা করতে আবেদন জানান।
চিকিৎসা কর্মীদের একটি অংশের ধর্মঘটের মধ্যে হংকংয়ে নভেল করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা
পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে কমপক্ষে ১৪
নয়াদিল্লির সরকারে থাকা আম আদমি পার্টি (এএপি) ও ভারতীয় জাতীয় কংগ্রেস- এই
মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইসরায়েলকে প্রথমবারের মতো স্বীকৃতি দিতে যাচ্ছে উত্তর আফ্রিকার
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
লিবিয়ার রাজনৈতিক সংকটের সমাধানের লক্ষ্যে জাতিসংঘের নেতৃত্বে আলোচনা শুরু করেছে দেশটিতে যুদ্ধরত
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বলিভিয়ায় ফিরতে চান দেশটির নির্বাসিত প্রেসিডেন্ট ইভো মোরালেস। আগামী
করোনাভাইরাস
চীনের উহান কর্তৃপক্ষ নতুন করোনাভাইরাসের খবর পেয়েছিল জানুয়ারির শুরুর দিকেই। কিন্তু ওই