বিশ্বের বিভিন্ন স্থানে করোনাভাইরাসে আক্রান্তদের সঙ্গে চীনের দৃশ্যমান কোন সংযোগ না থাকলেও বিশ্বজুড়ে নতুন করে আক্রান্ত হচ্ছে বিভিন্ন দেশ। এতে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস। তিনি বলেছেন, ভাইরাসটির বিস্তার ঠেকানোর সুযোগ সংকুচিত হয়ে আসছে। বিবিসি।
সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ড. তেদ্রোস বলেছেন, ‘চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা কম। কিন্তু যেভাবে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে তা উদ্বেগজনক।’ তিনি বলেন, ‘চীনে ভ্রমণ বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শের মতো স্পষ্ট মহামারীর সংযোগ না থাকার কারণে বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা নিয়ে আমরা উদ্বিগ্ন।’
ইরানে মৃত্যু ও নতুন আক্রান্ত শনাক্ত হওয়া খুব উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য সংস্থার প্রধান। তবে তিনি মনে করেন, চীনসহ অপর দেশগুলো যেসব পদক্ষেপ নিয়েছে তাতে এখনও ভাইরাসটির আরও বেশি ছড়িয়ে পড়া ঠেকানোর সুযোগ রয়েছে। সম্ভাব্য মহামারী ঠেকাতে আরও বেশি প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে, শনিবার চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ মৃত্যুর সংখ্যা কমে যাওয়া ও করোনাভাইরাসে নতুন রোগী আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে। তবে দক্ষিণ কোরিয়া, ইতালি, ইরান ও অন্যান্য দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, চীন ছাড়া বিশ্বের অন্তত ২৯টি দেশে করোনাভাইরাসে আক্রান্তদের শনাক্ত করা হয়েছে এবং মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের।
করোনাভাইরাস
বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো নভেল করোনাভাইরাস এবার চীন ছাড়িয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে এশিয়া,
নদীতে হঠাৎ জলোচ্ছ্বাস
ইন্দোনেশিয়ার যোগজাকার্তায় একটি নদীতে হঠাৎ জলোচ্ছ্বাসে ভেসে গিয়ে ৬ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
এনআরসি-সিএএ ইস্যু
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে সদ্য পাস হওয়া বিতর্কিত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)
আফগানিস্তানে তালেবান, যুক্তরাষ্ট্র ও আফগান নিরাপত্তা বাহিনীর মধ্যে সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়েছে।
করোনা ইস্যু
করোনাভাইরাস আতঙ্কে চীন থেকে নিজেদের নাগরিকদের ফেরানোর প্রতিবাদে ইউক্রেনে বিক্ষোভ ও ভাঙচুরের
দুই দশক ধরে অনুসন্ধানের পর উত্তরপ্রদেশে দুটি স্বর্ণখনির সন্ধান পেয়েছে ভারতের ভূতাত্ত্বিক
আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে