কঙ্গোর গোমা শহরে ইতালীয় রাষ্ট্রদূতের গাড়িতে সন্ত্রাসীরা হামলা চালায়-রয়টার্স
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘের গাড়িবহরে হামলায় ইতালির রাষ্ট্রদূত লুকা আতানসিওসহ কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। আফ্রিকা মহাদেশের মধ্যাঞ্চলীয় দেশটিতে স্থানীয় সময় সকাল সোয়া ১০টার দিকে নিরানগঙ্গো অঞ্চলের রাজধানী গোমার কাছে এ হামলা হয়। নিহতদের মধ্যে আরও আছেন রাষ্ট্রদূতের দেহরক্ষী ও জাতিসংঘ খাদ্য কর্মসূচির একজন গাড়িচালক। ইতালি সরকার এক বিবৃতিতে রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও (৪৩), ইতালীয় পুলিশ সদস্য ভিত্তোরিও ইয়াকোভাচি (৩০) এবং কঙ্গোলিজ গাড়িচালকের মৃত্যুর কথা নিশ্চিত করেছে।
কূটনৈতিক ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একটি গাড়িবহর থেকে রাষ্ট্রদূত ও তার প্রহরার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মকর্তাকে অপহরণের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এ সময় প্রাণ যায় ওই নিরাপত্তা কর্মকর্তা ও গাড়িচালকের।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় রাষ্ট্রদূতকে। পরে গোমায় অবস্থিত জাতিসংঘের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কঙ্গোর রাজধানী কিনসাশায় ইতালির মিশনে ২০১৭ সাল থেকে নেতৃত্ব দিয়ে আসছিলেন লুকা আতানসিও। ২০১৯ সালে দায়িত্ব নেন রাষ্ট্রদূত হিসেবে। তার মৃত্যুতে শোক জানিয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়।
কারা এ হামলা চালিয়েছে, তা এখনও জানা যায়নি। তবে যে পথ অতিক্রম করে যাচ্ছিল গাড়িবহরটি, সেখানে প্রায়ই স্থানীয় ডাকাত দল এবং সশস্ত্র বিদ্রোহীদের হামলার খবর পাওয়া যায়। এলাকাটি আঞ্চলিক রাজধানী গোমা থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে।
বিশ্বে সংঘাত কবলিত বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের মধ্যে সবচেয়ে বড় এবং বিপজ্জনক হিসেবে বিবেচিত কঙ্গো প্রজাতন্ত্রে পরিচালিত মিশন।
কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী মারি এনথুম্বে এনজেজা বলেছেন, এ ভয়াবহ হত্যাকা-ের পেছনে কারা আছে তা বের করতে আমাদের দেশের সরকার সবকিছু করবে বলে আমি ইতালির সরকারকে প্রতিক্রুতি দিচ্ছি।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি জানিয়েছে, রুতশুরু এলাকার একটি স্কুলের শিশুদের খাওয়ানোর অনুষ্ঠানে যোগ দিতে ওই পথ দিয়ে যাচ্ছিলেন প্রতিনিধিরা।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে বর্তমানে কঙ্গোতে নিয়োজিত আছে বাংলাদেশ সেনাবাহিনীর ৪টি এবং বিমানবাহিনীর ৩টি কনটিনজেন্ট।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দাবি করেছেন, দেশটির শিনজিয়াংয়ে কখনোই কোন গণহত্যা, বাধ্যতামূলক ক্রম ও ধর্মীয় নিপীড়নের ঘটনা
পারস্পরিক রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেও চীন ২০২০ সালে ভারতের অন্যতম শীর্ষ বাণিজ্য অংশীদার হিসেবে তার অবস্থান ধরে রেখেছে। গত
মায়ানমারের সামরিক সরকারের ২ সদস্যের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয়ের ফরেন অ্যাসেট
বাইডেন
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। এ সংখ্যাকে প্রেসিডেন্ট জো বাইডেন হৃদয়বিদারক মাইলফলক বলে উল্লেখ
অস্ট্রেলিয়ায় বিজ্ঞানীরা ১৭ হাজার ৩০০ বছরের পুরনো একটি চিত্রকর্মের সন্ধান পেয়েছে। দুই মিটার (৬.৫ ফুট) উচ্চতার চিত্রকর্মটি