• banlag
  • newspaper-active
  • epaper

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০, ২৬ চৈত্র ১৪২৬, ১৪ শাবান ১৪৪১

কংগ্রেস সংসদীয় দলের নতুন প্রধান সোনিয়া

সংবাদ :
  • সংবাদ ডেস্ক

| ঢাকা , রোববার, ০২ জুন ২০১৯

image

সোনিয়া গান্ধী

ভারতীয় জাতীয় কংগ্রেসের সংসদীয় দলের নতুন প্রধান (চেয়ারপারসন) নির্বাচিত হয়েছেন সোনিয়া গান্ধী। গত ৫ বছর এ দায়িত্ব পালন করেছেন কর্নাটকের নেতা মল্লিকার্জুন খাড়গে। গতকাল দলের নবনির্বাচিত সাংসদরা নেতা নির্বাচন করতে বৈঠকে বসেন। সেখানেই সংসদীয় দলের প্রধান হিসেবে সোনিয়ার নাম চূড়ান্ত হয়। দেশটির সম্প্রচার মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।

সদ্যসমাপ্ত নির্বাচনে আশানুরূপ ফল না করায় লোকসভায় কংগ্রেস সাংসদদের নেতা হিসেবে দলটির সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকেই দেখা যেতে পারে বলে আভাস পাওয়া যায়। শনিবার সকালে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকের আগে বেশ কয়েকজন শীর্ষ নেতা এমন ইঙ্গিত দেন বলে। বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংই নবগঠিত পার্লামেন্টে কংগ্রেসের দলনেতা হিসেবে সোনিয়ার নাম প্রস্তাব করবেন বলেও সূত্রগুলো জানায়। এখন চেয়ারপারসন সোনিয়া গান্ধীই সিদ্ধান্ত নেবেন সংসদে কংগ্রেসের দলনেতা কে হবেন। নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হলেও এবারও কংগ্রেসের বিরোধী দলনেতার পদ পাওয়া নিয়ে সংশয় রয়েছে। এদিনের সংসদীয় বৈঠকে সোনিয়া কংগ্রেসকে ভোট দেয়া কোটি কোটি ভোটারকে ধন্যবাদ জানান। ভোটারদের পাশাপাশি ছেলে রাহুলকেও ধন্যবাদ জানান তিনি। নির্বাচনের সময় কংগ্রেস সভাপতি রাহুলের ভূমিকায় সন্তুষ্ট সোনিয়া। রাহুল যেভাবে মোদি সরকারের মোকাবিলা করেছেন এবং সমাজের সর্বস্তরের মানুষের সমস্যা নিয়ে সরব হয়েছেন তা প্রশংসাযোগ্য বলেই মনে করেন কংগ্রেস নেত্রী।

চলতি বছরের ১১ এপ্রিল শুরু হওয়া সাত দফার নির্বাচন শেষ হয় ১৯ মে। এরই ধারাবহিকতায় ২৩ মে চূড়ান্ত ফলাফলে ৫৪২টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছে মাত্র ৫২টি। গতবারের চেয়ে এ সংখ্যা ৬টি বেশি হলেও লোকসভায় বিরোধী দলের মর্যাদা পেতে কংগ্রেসের দরকার ছিল কমপক্ষে ৫৫টি আসন। যে কারণে সোনিয়া সংসদে দলের দায়িত্ব নিলেও তিনি ‘বিরোধীদলীয় নেতার’ মর্যাদা পাচ্ছেন না।