• banlag
  • newspaper-active
  • epaper

শনিবার, ২৩ মে ২০২০, ৯ জ্যৈষ্ঠ ১৪২৭, ২৯ রমজান ১৪৪১

নৌকাডুবি

অস্ট্রেলিয়ায় ৩ জনের প্রাণহানি

    সংবাদ :
  • সংবাদ ডেস্ক
  • | ঢাকা , শুক্রবার, ১২ জুলাই ২০১৯

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস উপকূলে একটি নৌকা উল্টে গিয়ে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সিডনি থেকে ১৬০ কিলোমিটার উত্তরে নিউক্যাসলের কাছে ঘটনাটি ঘটেছে বলে জরুরি বিভাগের ক্রুদের বরাতে জানিয়েছে বিবিসি। উল্টে যাওয়া নৌকাটি ধরে ভেসে থাকা ৪০ বছর বয়সী একজন পুরুষ ও ১৬ বছর বয়সী একজন কিশোরীকে উদ্ধার করা হয়েছে। সাগর উত্তাল থাকায় তীর থেকে সাত নটিক্যাল মাইল দূরে নৌকাটি উল্টে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মৃত তিনজনের লাশ সাগর থেকে উদ্ধার করা হলেও তাদের পরিচয় শনাক্ত হয়নি। জীবিত দুইজনকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স সার্ভিসের সুপার লুক ওয়াইজম্যান। তাদের শারীরিক অবস্থার কথা জানাতে না পারলেও উদ্ধার পাওয়া দু’জনের পরনে লাইফ জ্যাকেট ছিল বলে জানিয়েছেন তিনি। উল্টে যাওয়া কাটামারান নৌকাটি ১১ দশমিক সাত মিটার লম্বা ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এতে অনেক দড়িদড়া ও জিনিসপত্র ছিল এবং উল্টে যাওয়ার পর সেগুলো পানিতে ভাসতে থাকায় প্রবল বাতাস ও উঁচু ঢেউয়ের মধ্যে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছিল বলে জানিয়েছেন ওয়াইজম্যান। প্রবল বাতাসের কারণে উপকূলের পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে কর্তৃপক্ষ ওই এলাকায় চলাচলকারী জলযানগুলোকে সতর্ক করেছে।