• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯, ৩০ অগ্রহায়ণ ১৪২৬, ১৭ রবিউস সানি ১৪৪১

ভবন ধস

সাংহাইয়ে ১১ জনকে জীবিতকে উদ্ধার

    সংবাদ :
  • সংবাদ ডেস্ক
  • | ঢাকা , শুক্রবার, ১৭ মে ২০১৯

image

চীনের বৃহত্তম শহর সাংহাইয়ে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত ১১ জনকে উদ্ধার করেছে দমকল বাহিনী। ভবনটির ধ্বংসস্তূপের ভেতরে প্রায় একই সংখ্যক লোক আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে দমকল বাহিনী জানিয়েছে, শাংহাইয়ের চ্যাংনিং এলাকার ওই ভবনটিতে সংস্কার কাজ চলার সময় গত বৃহস্পতিবার সকালে সেটি ধসে পড়ে, এতে প্রায় ২০ জন ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে। ঘটনাস্থলে দেড়শ’ জনেরও বেশি দমকল কর্মী উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন। এরপর দুপুরের পরে তারা ১১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। তবে কী কারণে ভবনটি ধসে পড়ল দমকল বাহিনী তা নিশ্চিত করে জানায়নি।