দশ বছর অবৈধ ব্যবহারের পর উদ্ধার
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জন্য বরাদ্দ গাড়ি ব্যবহার করেছেন প্রতিষ্ঠানের স্টেনো-টাইপিস্ট মো. আলাউদ্দিন মিয়া নামে এক কর্মচারী। গত ১০ বছর ধরে এ কর্মচারী প্রভাব বিস্তারের মাধ্যমে কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা পাজেরো গাড়ি শুধু ব্যবহারই করেননি বরং গাড়ির ড্রাইভার ও অন্যান্য খরচ বাবদ প্রায় কোটি টাকার ক্ষতি করেছেন। তার অন্য কোন গুণ নেই, গুণ শুধু তিনি সিবিএ নেতা। আর সিবিএ নেতা হওয়ার সুবাদে তিনি কর্মচারী হয়ে কর্মকর্তাদের মতো চলাফেরা করেছেন। এমনকি অবসরে গিয়েও এসব সুবিধা ভোগ করেছেন প্রভাব সৃষ্টির মাধ্যমে। অবশেষে দুদকের অভিযোগ কেন্দ্রে অভিযোগ এলে দুর্নীতি দমন কমিশনের টিম ওই কর্মচারীর দখলে থাকা সরকারি পাজেরো গাড়িটি উদ্ধার করেছেন। তবে গত ১০ বছরে অন্যায়ভাবে কর্মকর্তার গাড়ি ব্যবহার করার কারণে তাকে আটক করা বা তার বিরুদ্ধে মামলা করেনি কর্তৃপক্ষ।
দুদক সূত্র জানায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিবিএ-এর সাধারণ সম্পাদক (অবসর উত্তর ছুটি ভোগরত) স্টেনো-টাইপিস্ট মো. আলাউদ্দিন মিয়া ওই প্রতিষ্ঠানের একটি পাজেরো জিপ ঘুষ-দুর্নীতির মাধ্যমে এবং কর্তৃপক্ষকে অন্যায়ভাবে প্রভাবিত করে ব্যবহার করছেন, দুদক অভিযোগ কেন্দ্রে (১০৬) এমন অভিযোগের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করেছে দুদক। অভিযোগের পরপরই দুদক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে সকালে দুদকের পুলিশ ফোর্স এবং চৌকস কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়। টিম মতিঝিলে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো ঘ-১১-২৮২৭ গাড়িটি আটক করে। আটকের সময় গাড়িচালক মো. আবুল হোসেন জনি এবং নিরাপত্তা প্রহরী মো. সামছু মিয়া ঘটনাস্থলে ছিল।
অভিযানকালে দুদক টিম জানতে পারে, প্রতি মাসে গাড়িটির জন্য ডিজেল বরাদ্দ হয় ৪৫০ লিটার, যার আর্থিক মূল্য ২৯ হাজার ২৫০ টাকা। এ হারে প্রতি বছরে জ্বালানি বাবদ ৩ লাখ ৫১ হাজার টাকা খরচ হয়। এভাবে সিবিএ নেতা আলাউদ্দিন ২০০৯ সাল থেকে গত ১০ বছরে গাড়িটির জন্য পিডিবি থেকে ডিজেল খরচ তুলেছেন ৩৫ লাখ ১০ হাজার টাকা। প্রতি মাসের ড্রাইভারের বেতন বাবদ ৪১ হাজার টাকা খরচ হয়। এ পর্যন্ত এ গাড়ির ড্রাইভারকে ৩৭ লক্ষাধিক টাকা বেতন-ভাতা প্রদান করা হয়েছে। এছাড়া প্রতি মাসে গাড়িটির পেছনে ১০ লিটার মবিল এবং মেরামত ব্যয় হয়েছে। দুদক টিম আরও জানতে পারে, গাড়িটির লগ বইয়ে আলাউদ্দিন মিয়া স্বাক্ষর করেন না, করেন পিডিবির একজন কর্মচারী।
এ অভিযান প্রসঙ্গে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান, মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘৩য় শ্রেণীর কর্মচারী হয়ে গাড়িটি ২০০৯ সাল থেকে সম্পূর্ণ অবৈধভাবে ব্যবহার করা হয়েছে। গাড়িটির পেছনে গত ৯ বছরে জ্বালানি তেল, মেরামত এবং গাড়িচালকের বেতন বাবদ সরকারের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। আইনত তৃতীয় শ্রেণীর কর্মচারী কোনভাবেই ফুল টাইম গাড়ি পান না। এ ধরনের আইন অমান্যতা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ধ্বংস করার শামিল, যা ছোট দুর্নীতি থেকে বড় দুর্নীতির পথ প্রশস্ত করে। দুদক শীঘ্রই এ ঘটনার অনুসন্ধান শুরু করে আইনানুগ পথে অগ্রসর হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ২৫টি
আজ ভাষার মাস ফেব্রুয়ারির দ্বাদশ দিন। বাঙালির ইতিহাসে ভীষণ এক বিস্ফোরনের নাম
সংসদে মহিলা আসন
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি মহিলা আসনের জন্য ৪৯টি মনোনয়নপত্র গতকাল নির্বাচন
গাভীর দুধ ও দুগ্ধজাত খাদ্যপণ্যে ভেজাল মেশানোকে মারাত্মক দুর্নীতি বলে মন্তব্য করেছেন
ভাষা আন্দোলনের ক্ষেত্রে গোপালগঞ্জের ছাত্র-শিক্ষক ও ভাষাপ্রেমিক বাঙালির বিশেষ অবদান রয়েছে। ঢাকা
সরকারি ব্যবস্থাপনায় জনপ্রতি সর্বোচ্চ চার লাখ ১৮ হাজার ৫০০ টাকা খরচ নির্ধারণ
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন
মায়ানমারের রাখাইনে নতুন করে নৃশংসতা চালাতে ২০১৭ সালে সেখানে নিয়োজিত সেনাবাহিনীর ডিভিশনগুলোকে
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও প্রবীণ রাজনীতিক সৈয়দা সাজেদা চৌধুরী টানা তৃতীয়
আঘাতের চিহ্ন পাওয়া গেছে, দুই গৃহকর্মীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে
শ্রীপুরে
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া দক্ষিণখন্ড গ্রামে ঘরের খাটের নিচ থেকে পাতিলের
একটি সুন্দর শহর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের
দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ জনের পরিবারকে ৫০ লাখ টাকা
পৃথক সড়ক দুর্ঘটনায় চার জেলায় ১১ জন নিহত ও ৪ জন আহত
উপজেলা নির্বাচন
উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে বরিশাল বিভাগের উপজেলাগুলোতে ভোটগ্রহণ করা হবে। ইতোমধ্যে নির্বাচনকে
খিলক্ষেত, যাত্রাবাড়ীতে অভিযান
কোচিং সেন্টারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো অভিযান অব্যাহত রয়েছে। গতকাল আরও আটটি