• banlag
  • newspaper-active
  • epaper

শনিবার, ০৬ জুন ২০২০, ২৩ জৈষ্ঠ ১৪২৭, ১৩ শাওয়াল ১৪৪১

সুন্দর শহর গড়তে চান আতিকুল

সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক

| ঢাকা , মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯

image

গতকাল ডিএনসিসির উপনির্বাচনে প্রচারণা চালান আ’লীগ প্রার্থী আতিকুল -সংবাদ

একটি সুন্দর শহর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম। গতকাল রাজধানীর উত্তরখানে শাহ কবির মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা উদ্বোধনকালে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। ঢাকা একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এই ঢাকা শহরে যত নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন এবং খেটে খাওয়া মানুষ রয়েছেন, সবাইকে নিয়ে শহরকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করবো। দায়িত্ব পেলে কোন অবহেলা থাকবে না। আমি সততার সঙ্গে আপনাদের সঙ্গে নিয়ে একটি সুন্দর ঢাকা শহর গড়তে চাই।

মাদক, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করার কথা জানিয়ে আতিকুল ইসলাম বলেন, আমরা যদি সবাই মিলে মন দিয়ে একসঙ্গে কাজ করতে পারি- তাহলে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সোচ্চার করে আপনাদের একটি সুন্দর ঢাকা শহর উপহার দিতে পারবো। এসময় প্রয়াত মেয়র আনিসুল হকের মতো প্রতিবন্ধকতা মোকাবিলার মানসিকতা নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্তও করেন তিনি।