• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮, ১ কার্তিক ১৪২৫, ৫ সফর ১৪৪০

ইসির তফসিল ঘোষণা

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটির ভোট ৩০ জুলাই

    সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
  • | ঢাকা , বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮

image

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই এই ৩ সিটির ভোট গ্রহণ করা হবে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ আনুষ্ঠানিকভাবে এ তিন সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ জুন। এছাড়া আগামী ১ ও ২ জুলাই মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহরের শেষ দিন ৯ জুলাই।

এদিকে এই তিন সিটির আগে আগামী ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১৫ মে খুলনা সিটির সঙ্গে গাজীপুর সিটির ভোট হওয়ার কথা থাকলেও ওই সময় আদালতের নির্দেশে তা আটকে যায়।

খুলনা ও গাজীপুরের মতো রাজশাহী, সিলেটে ও বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সংশ্লিষ্ট সিটির নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে।