• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ৩১ মে ২০২০, ১৭ জৈষ্ঠ ১৪২৭, ৭ শাওয়াল ১৪৪১

নিহতদের তিনজন বাংলাদেশি

সংবাদ :
  • সংবাদ ডেস্ক

| ঢাকা , শনিবার, ১৬ মার্চ ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গতকাল জুমার নামাজের সময় দুই মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের ৩ জন বাংলাদেশি। বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

শফিকুর রহমান বলেন, নিহত বাংলাদেশিরা হলেন: স্থানীয় লিংকন বিশ্ববিদ্যায়ের শিক্ষক ড. আবদুস সামাদ ও তার স্ত্রী সানজিদা আকতার। অন্যজন হোসনে আরা ফরিদ।

নিহত ড. সামাদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যয়ের শিক্ষক ছিলেন। তিনি আরও জানান, এ হামলায় আরও বেশ কয়েকজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এ হামলার পর থেকে এক বাংলাদেশি নিখোঁজ। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন জানিয়েছেন, দুই মসজিদে হামলার ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত ও ২০ জন গুরুতর আহত হয়েছেন।