প্রতিদিনই কমছে টিকাগ্রহীতার সংখ্যা। এই পরিস্থিতিতে আজ থেকে থেকে টিকার দ্বিতীয় ডোজের টিকা দেয়া শুরু হচ্ছে। সেইসঙ্গে প্রথম ডোজও চলবে। সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ৪৯তম দিনে গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন নিয়েছেন ১৩ হাজার ২৮ জন। এরমধ্যে পুরুষ ৭ হাজার ৯৮০ জন ও নারী ৫ হাজার ৪৮ জন। আর এ পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন। এরমধ্যে পুরুষ ৩৪ লাখ ৫৩ হাজার ২৯১ জন এবং নারী ২১ লাখ ১৫ হাজার ৪১২ জন। টিকা নেয়ার পর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ৯৩৯ জনের। পাশাপাশি টিকা নিতে অনলাইনে মোট নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৭৫ হাজার ৯৩৯ জন।
গতকাল সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এদিকে করোনা টিকার দ্বিতীয় ডোজ পৌঁছে গেছে বরিশাল, টাঙ্গাইল ও চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলায়। প্রথম যারা নিয়েছিলেন সিদ্ধান্ত অনুযায়ী ৮ সপ্তাহ পূরণ সাপেক্ষে এস.এম.এস-এর ভিত্তিতে আজ থেকে করোনার দ্বিতীয় ডোজ দেয়া হবে।
বরিশালের ৪ জেলার জন্য করোনার দ্বিতীয় ডোজের টিকা গতকাল সকালে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছে দেয়া হয়। এরপর ফ্রিজার ভ্যান থেকে নামিয়ে বরিশালে জন্য ৫১ হাজার, ঝালকাঠির জন্য ১৮ হাজার, পটুয়াখালীর জন্য ৩০ হাজার এবং বরগুনার জন্য ২১ হাজার টিকা আলাদা করে সংরক্ষণের ব্যবস্থা করে জেলা স্বাস্থ্য বিভাগ। টাঙ্গাইলে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের ৬৬ হাজার টিকা পৌঁছে দেয়া হয়েছে। এ সময় পুলিশ, জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এই টিকা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে জেলার প্রতিটি উপজেলা পৌঁছে দেয়া হয়। এছাড়া ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলার সিভিল সার্জন অফিসে পৌঁছে দেয়া হয়েছে করোনার টিকার দ্বিতীয় ডোজ। গত ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণটিকাদান শুরু হয় ৭ ফেব্রুয়ারি থেকে।
দ্বিতীয় ঢেউ শুরুর একমাসেই শনাক্ত ১ লাখ ৮ হাজার ৯৪৮ জন, মৃত্যু ৯৮৫ তিন মাসে চূড়ায় পৌঁছে প্রথম ঢেউয়ে একমাসে শনাক্ত ছিল ১ লাখ ২ হাজার ৮৭৬ জন, মৃত্যু ১ হাজার ২৬৩
দেশে প্রথম করোনা শনাক্তের তিনমাস পর গত বছরের জুনের প্রথম সপ্তাহে চূড়ায়
করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে। হাসপাতালগুলোতে রোগীদের ঠাঁই হচ্ছে না। ভর্তি হতে
করোনা সতর্কতা
করোনার বিরুদ্ধে সতর্কতা হিসেবে রমজান মাসে সৌদি আরবের মসজিদ ও তার আশপাশে
ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব
ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে গত মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৪৫টি
ঋণ কেলেঙ্কারি
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের (আইএলএফএসএল) ঋণ কেলেঙ্কারির ঘটনায় পি কে
তৃতীয় দিনের মতো
দোকান খোলার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি
লকডাউনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো বিভিন্ন স্থানে পথে নেমে বিক্ষোভ করেছেন দোকানদার
রাজধানীতে নিষেধাজ্ঞার তৃতীয় দিনে গতকাল সকাল থেকে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। ভাড়া
করোনা সংক্রমণ বিস্তার ঠেকাতে নিষেধাজ্ঞার মধ্যে শহরগুলোতে গণপরিবহন চালুর পর রাইড শেয়ারিংয়ে