• banlag
  • newspaper-active
  • epaper

সোমবার, ১৩ জুলাই ২০২০, ২৯ আষাঢ় ১৪২৭, ২১ জিলকদ ১৪৪১

জামিনে মুক্তি পেলে চিকিৎসার জন্য বিদেশ যাবেন খালেদা

    সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
  • | ঢাকা , বুধবার, ০২ অক্টোবর ২০১৯

জামিনে মুক্তি পেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন। গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

সংসদ সদস্য হারুনুর রশীদকে উদ্ধৃত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির বলেন, খালেদা জিয়া অনেক বেশি অসুস্থ। তিনি ঠিকমতো উঠে দাঁড়াতে পারেন না। সুচিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে যাবেন। জামিনে মুক্ত হয়ে চিকিৎসকের পরামর্শে তিনি দেশের বাইরে যেতে সম্মত হয়েছেন।

শায়রুল কবির খান আরও বলেন, বিএনপির তিনজন সংসদ সদস্য গতকাল সন্ধ্যায় দলীয় চেয়ারপারসনকে দেখতে বিএসএমএমইউ-এ যান। সেখানে তারা প্রায় ঘণ্টাখানেক অবস্থান করেন। সংসদ সদস্যরা হলেন হারুনুর রশীদ, উকিল আবদুস সাত্তার ও আমিনুল ইসলাম।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতে ৫ বছরের সাজা হলে কারাগারে যান খালেদা জিয়া। পরে রাষ্ট্রপক্ষের আপিলে সাজা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন উচ্চ আদালত। এছাড়া অন্য একটি দুর্নীতি মামলায় ৭ বছরের সাজা হয়েছে। এছাড়াও বর্তমানে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ৩৩টি মামলা চলছে। কারাবাসে থাকা খালেদা জিয়াকে দ্বিতীয় দফায় গত ১ এপ্রিল বিএসএমএমইউয়ে ভর্তি করা হয়।