• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০, ২৩ আষাঢ় ১৪২৭, ১৫ জিলকদ ১৪৪১

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা চান নৌ-প্রতিমন্ত্রী

    সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
  • | ঢাকা , শনিবার, ১২ জানুয়ারী ২০১৯

image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের যে উচ্চতায় নিয়ে গেছেন, সেই ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা দরকার। আর তিনি যে বিশ্বাস নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, সেই বিশ্বাসের মর্যাদা দিতে চাই। গত বৃহস্পতিবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতি সবার দায়িত্ব রয়েছে। শুধু মন্ত্রীদেরই সব দায়িত্ব, এমনটা ভাবা ঠিক নয়। দেশ সবার, দায়িত্বও সবার। দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে সবার সহযোগিতা চাই। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যে সব প্রতিশ্রুতি আছে, সেগুলোর বাস্তবায়নই হবে তার লক্ষ্য।

সদরঘাট নদী বন্দরসহ দেশের সব নদী বন্দর ও লঞ্চ টার্মিনালগুলোতে সেবার মান উন্নত করা, চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরকে আধুনিকায়ন, নদী দখল রোধ করা, দখলকৃত নদীগুলো পুনরুদ্ধার করা, নদী খননসহ নৌ সেক্টরের আরও উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে। নৌ-সেক্টর সূত্র জানায়, সদরঘাট নদী বন্দর, বরিশাল, ভোলা, নদীবন্দর, চাঁদপুর নদীবন্দর, ফেরিঘাটের উন্নয়ন, ফেরি মেরামত, চট্টগ্রাম নদী বন্দরের উন্নয়নসহ নৌ মন্ত্রণালয়ের বিভিন্ন সেক্টরে আরও উন্নত করা হলে দেশ উন্নত করা হবে বলে জানান নৌ প্রতিমন্ত্রী।