• banlag
  • newspaper-active
  • epaper

শনিবার, ১৫ আগস্ট ২০২০, ২৪ জিলহজ ১৪৪১, ৩১ শ্রাবণ ১৪২৭

‘সব পাখি পোষ মানে না’ গানের ভিডিও প্রকাশ

সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক

| ঢাকা , মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯

image

সাউন্ডটেকের ব্যানারে এস রুহুলের নতুন গান ‘সব পাখি পোষ মানে না’র মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। মুরাদ সিদ্দিকের কথায় গানটির সুর সংগীত করেেেছন এস রুহুল নিজেই। দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও যারা দেখবেন, ভালো লাগবে এমনটাই জানালেন এস রুহুল নিজেই। ভিডিওতে রুহুলের সঙ্গে সহ মডেল হিসেবে কাজ করেছেন মাহমুদা মুক্তি। দুজনার সুন্দর রসায়নে গানটির ভিডিওটি উপভোগ করার মতো। গানের কথার সঙ্গে মাননসই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শামীম আহসান। গানটির শিল্পী ও সঙ্গীত পরিচালক এস রুহুল বলেন, ‘আমার নিজেরও অত্যন্ত পছন্দের গান এটি। তারই ধারাবাহি-কতায় মিউজিক ভিডিওটি মনের মতো করে নির্মাণ হয়েছে। তারপর ১৮ সেপ্টেম্বর থেকে গানটি ইউটিউবে প্রকাশ পাওয়ার পর থেকে ভালো সাড়া পাচ্ছি। অনেকে ফেসবুক, এসএমএস ও ব্যক্তিগতভাবে গানটি নিয়ে প্রশংসা জানাচ্ছেন’। সবার ভালাবাসা নিয়ে এভাবেই আমি নিয়মিতভাবে গান উপহার দেবো, এতটুকুই আশা আমার।