সাব্বির জামান গান গাওয়ার পাশাপাশি বিগত পাঁচ বছরেরও বেশি সময় ধরে সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করে যাচ্ছেন। ক্লোজআপ তারকা রাশেদ ও এই গায়িকা স্মরণের জন্য ‘বাহানা’ নামের একটি গানের সুর সঙ্গীত করেছেন সাব্বির জামান। এরইমধ্যে গানটির রেকর্ডিং-এর কাজ শেষ হয়েছে বলে জানান সাব্বির জামান। গানটি লিখেছেন জীবক বড়ুয়া। গানটিতে রাশেদ ও স্মরণের গায়কী প্রসঙ্গে সাব্বির বলেন, ‘মূলত গানটি রাশেদের কথা ভাবনায় রেখেই করেছিলাম। পরবর্তীতে আমার সেই ভাবনায় স্মরণও সম্পৃক্ত হলো। সঙ্গীত পরিচালক হিসেবে আমি রাশেদেও গায়কীকে মুগ্ধ। রাশেদ এবং স্মরণের কণ্ঠে বাহানা গানটি সবাইকে মুগ্ধ করবে বলে আমি আস্থা রাখি।’ রাশেদ বলেন,‘ বাহানা সত্যিই খুব সুন্দর একটি গান। সাব্বির খুব ভালো সুর করেছে। স্মরণ আর আমি এবারই প্রথম মৌলিক কোন গান গাইলাম। ইচ্ছে আছে আমি ও স্মরণ একসঙ্গে জুটি হয়ে কিছু গান করার। ’ স্মরণ বলেন,‘ আমি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই সাব্বির জামান ভাইয়াকে, কারণ তিনি আমাকে এই গানের সঙ্গে সম্পৃক্ত রেখেছেন। গানটিতে রাশেদ ভাই এবং আমার গায়কী আশা করছি শ্রোতাদের মুগ্ধ করবে।’ সাব্বির জামান জানান শীঘ্রই ‘বাহানা’র মিউজিক ভিডিও শেষে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
মিশু সাব্বির ও নাবিলা ইসলাম এর আগে একসঙ্গে বেশকিছু নাটকে কাজ করেছেন।
আসিফ আকবরের নতুন গান ‘আমার বিশ্বাস’-এর মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে। গত
২৭ জুলাই চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন। ৭ বছর পর বসতে যাচ্ছে
সম্প্রতি জি সিরিজ থেকে প্রকাশিত হলো অবনী মাহবুব এর কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের
চলতি বছর ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত সিনেমা