• banlag
  • newspaper-active
  • epaper

সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০, ১০ ফল্গুন ১৪২৬, ২৮ জমাদিউল সানি ১৪৪১

‘ধুম ফোর’ সিনেমায় শাহরুখ খান

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯

image

২০০৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বলিউডে ধুম ওয়ান, টু এবং থ্রি নির্মিত হয়। এর দুয়েক বছর গ্যাপের পর আবার ধুম সিকুয়্যল এর ধারাবাহিকতায় এবার ‘ধুম ফোর’ নির্মিত হতে যাচ্ছে। এবার শাহরুখ খানের নামটাই ঘুরে ফিরে আসছে। শাহরুখের টুইটারে ভক্তরা মেসেজ পাঠিয়েছেন ধুম ফোর কি শাহরুখ থাকছেন কিনা। শাহরুখ খুব কৌশলী উত্তর দিয়েছেন, বলেন আমিও শুনেছি ধুম ফোর আমি করছি। খবরটি তবে সঠিকও হতে পারে এমনটাই কথায় হেসে উড়িয়ে দিয়েছেন শাহরুখ। তবে সংবাদ মাধ্যমে বলিউডে এবারের ধুম ফোর এ শাহরুখই থাকচেন এমনটাই জানিয়ে দিয়েছেন।

খুব শ্রীঘই আনুষ্টানিক ঘোষনার মধ্যদিয়ে ধুম ফোর এর শূটিং শুরু হবে জানা যায়। গল্প ,গান সহ অন্যান্য কাজ গুছিয়ে নিচ্ছেন প্রযোজনা প্রতিষ্টান। ২০১৬ সালে সর্বশেষ ধুম থ্রিতে দেখা গেছে আমির খানকে। এবার আমির খানকে ছাড়িয়ে গিয়ে আরো বেশি সাফল্য আনার প্রচেষ্টায় শাহরুখও মরিয়া। কে কাকে ছাড়িয়ে কতটুকু সফল তা এখন দেখতে হবে। তার আগেই ধুম ফোর সিনেমার শূটিং শুরু হোক।