• banlag
  • newspaper-active
  • epaper

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০, ১৯ চৈত্র ১৪২৬, ৭ শাবান ১৪৪১

দুর্গাপূজার দশমীর রাতে প্রচার হবে

‘দুর্গা ও বনজ্যোৎস্নার গল্প’

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , সোমবার, ০৭ অক্টোবর ২০১৯

image

দর্শকদের চোখ থাকে বিশেষ দিনে বিশেষ নাটকের দিকে। এরই ধারাবাহিকতায় সর্বজনীন আনন্দ উৎসব দুর্গাপূজার জন্য সৃষ্টি হয়েছে নতুন নাটক ‘দুর্গা ও বন জোৎস্নার গল্প’। নাটকটি প্রচার হবে ৮ অক্টোবর দশমীর দিন রাত নয়টায় এনটিভির পর্দায়। অনুরুপ আইচের রচনায় নাটকটির চিএনাট্য ও পরিচালনা করেছেন সীমান্ত সজল। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, শর্মিলী আহমেদ, জিয়াউল হাসান কিসলু প্রমুখ। গল্পে উঠে এসেছে- লেখক স্বাগতম নতুন লেখার খোঁজে শহর থেকে নির্জন সুন্দরপুর ডাকবাংলোয় এসে উঠে। বয়োবৃদ্ধ কেয়ারটেকার হরিপদ স্বাগতম বাবুর দেখাশোনা ও যতœআত্তির জন্য মেয়ে দুর্গাকে দায়িত্ব দেন। দুর্গা নিয়ম করে স্বাগতম বাবুর রান্নাবান্না করে দেয়। মাঝেমধ্যে চা করে দেয়। স্বাগতম লিখতে বসে মনের ভেতর নতুন লেখা হাতড়ে বেড়ায়। কিন্তু ভাবতে গিয়ে ভালো কোন লেখা খুঁজে পায় না। দুর্গাকে স্বাগতম জানায়, এ বনে কি কি পাওয়া যায়। দুর্গা বলে চলে সবুজের গন্ধ পাওয়া যায়, অদৃশ্য আনন্দ পাওয়া যায়, পাওয়া যায় জীবনের ছন্দ। আরও বলে, বাবু তোমাকে পদ্মপুকুরে বনজ্যোৎস্না দেখাতে নিয়ে যাব। একদিন দুর্র্গা স্বাগতমের জন্য বনে রাখা পূজাম-পে মা দুর্গার চরণতলে মিনতি করে মুক্তি প্রার্থনা করে। স্বাগতম মনে মনে বলে, এ তো সাক্ষাৎ মা দুর্গা। সে অনুভব করে, জ্যোৎস্না আসলে বনে নয়, জ্যোৎস্না থাকে মানুষের মনে। নাটকটির নির্বাহী প্রযোজক সত্যজিৎ রায়। ইনভেনশন প্রযোজিত নাটকটির নির্বাহী প্রযোজক সত্যজিত রায়।