• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ১০ মাঘ ১৪২৭, ১০ জমাদিউস সানি ১৪৪২

‘গুড্ডুবুড়া’ আসছে দুরন্ত টেলিভিশনে

সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক

| ঢাকা , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯

image

আগামীকাল থেকে দুরন্ত টেলিভিশনে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘গুড্ডুবুড়া’। কথাসাহিত্যিক আনিসুল হকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মো. তোফায়েল সরকার। ছোটদের জন্য লেখা এ মজার চরিত্র ‘গুড্ডুবুড়া’ এতদিন আনিসুল হকের বইয়ের পাতাতেই ছিল। নাটকের গল্পে গুড্ডুবুড়ার বয়স ৮। তাকে নিয়ে মা-বাবা মহা চিন্তায় থাকে সব সময়। সে ঠিকমতো খায় না। তাই তার বুদ্ধিও হয় না। গুড্ডুবুড়া যখন ঠিকমতো খায়, তখন সে বুদ্ধিমান হয়ে যায়। মাথা খাঁটিয়ে সে অনেক মজার মজার কাbge করে। ছোট্ট এই ছেলেটির চমৎকার সব বুদ্ধিমত্তার গল্প নিয়েই নাটক গুড্ডুবুড়া। ধারাবাহিক এই নাটকে গুড্ডুবুড়ার চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী কাওসার বিন মামুন এবং গুড্ডুবুড়ির চরিত্রে রয়েছে শিশুশিল্পী তাসফিয়া আনান রুপন্তি। এছাড়া মা ও বাবার চরিত্রে রয়েছেন ফারহানা মিলি ও রওনক হাসান। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফকরুল ইসলাম, সোনিয়া হাসান, পাভেল ইসলামসহ আরও অনেকে। দুরন্ত টিভিতে প্রতি শুক্র ও শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে ও রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে ২৬ পর্বের নতুন এই ধারাবাহিক নাটকটি।