সম্প্রতি সজল ও প্রভা ‘Easy love bus মন’ নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন সাইফুর রহমান কাজল। পরিচালনা করেছেন সরদার রোকন। নাটক প্রসঙ্গে নির্মাতা সরদার রোকন বলেন, ‘এর আগেও সজল প্রভাকে নিয়ে নাটক নির্মাণ করেছি। এই নাটকটির স্ক্রিপ্ট যেমন চমৎকার, সজল এবং প্রভাও সাধ্যমত অভিনয় করেছেন। নাটকটি নিয়ে আমি আশাবাদী।’ সজল বলেন, ‘রোকনের নির্দেশনায় অনেক কাজ করেছি। তার গল্প বাছাই আমার কাছে বেশ ভালোলাগে। সবচেয়ে বড় কথা অনেক যতœ নিয়ে রোকন নাটক নির্মাণ করেন। ইজি লাভ বিজি মন’র ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। যে কারণে আমার বিশ্বাস নাটকটি দর্শকের কাছে ভালোলাগবে।’ প্রভা বলেন, ‘রোকন ভাইয়ের নির্দেশনায় কাজ করতে সবসময়ই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি।’
কারণ তিনি অনেক আরাম দিয়ে শিল্পীর কাছ থেকে কাজ আদায় করে নেন। এই নাটকটির স্ক্রিপ্ট আমার কাছে ভালো লেগেছে। যথারীতি সবসময়ের মতোই আমার আন্তরিক চেষ্টা থাকে নিজের চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে। অনেক চাপের মধ্যে থেকেও কাজটি ভালোভাবে করার চেষ্টা করেছি। আশাকরি ভালো লাগবে দর্শকের।’ নির্মাতা সরদার রোকন জানান নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে এবং পরবর্তীতে একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এদিকে সাদিয়া জাহান প্রভা নিয়মিত এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’তে অভিনয় করছেন।
অভিনেতা হিসেবেই পরিচিত ও জনপ্রিয় আনিসুর রহমান মিলন। অভিনয়ের ফাঁকে ফাঁকে নাটকও
তৌসিফ-সাফাকে জুটি করে টেলিছবি বানালেন আরিয়ান। সিএমভি প্রযোজিত ৬০ মিনিটের এই টেলিছবির
যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের সংগঠন ‘আগামী’র আমন্ত্রণে গান শোনাবে বাংলাদেশের অন্যতম গানের দল
দীর্ঘ ধারাবাহিক ‘চাপাবাজ’ নাটকের আজ ৫৫০ পর্ব প্রচার হবে। বৈশাখী টিভিতে আজ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে উচ্চাঙ্গ সঙ্গীত ও নজরুল সঙ্গীতশিল্পী, প্রশিক্ষক
করোনার ক্রান্তিকালেই সবকিছুকে উপেক্ষা করে কাজী সোমা তার জীবনের প্রথম মৌলিক গান