• banlag
  • newspaper-active
  • epaper

সোমবার, ০৬ এপ্রিল ২০২০, ২৩ চৈত্র ১৪২৬, ১১ শাবান ১৪৪১

‘আকাশ ভাঙ্গা বৃষ্টি’ নাটকে সজল-ভাবনা

সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক

| ঢাকা , শনিবার, ১৬ মার্চ ২০১৯

image

সম্প্রতি নির্মিত হলো একক নাটক ‘আকাশ ভাঙ্গা বৃষ্টি’। ছোটপর্দার এ সময়ের অভিনেতা আবদুন নূর সজল ও আশনা হাবিব ভাবনা জুটি বেঁধে এ নাটকে অভিনয় করেছেন। জহির করিম এর রচনায় নাটকটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা এস.এম.রুবেল রানা। নাটকটি প্রযোজনা করেছে এ ভি আই। সজল ও ভাবনা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন চাষী আরিফ, তালহা খানসহ অনেকে।

নাটকটি প্রসঙ্গে সজল বলেন, ‘গল্পটা খুব চমৎকার। এটা শুধু বলার জন্যই বলা নয়, গল্পটা খুব ভালো লেগেছে। ভাবনার সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছি। খুব ভালো একজন অভিনেত্রী সে। তার সঙ্গে কাজ করতেও স্বাচ্ছন্দ্যবোধ করি। সব মিলিয়ে সুন্দর একটি কাজ করলাম। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’ অভিনেত্রী ভাবনা বলেন, ‘আকাশ ভাঙ্গা বৃষ্টি’ নাটকটির গল্প সত্যিই অনেক সুন্দর। আমি গল্পটা বলতে চাই না। কারণ দর্শকদের জন্য অনেক বড় একটি চমক অপেক্ষা করছে। এছাড়াও আমার চরিত্রটাও অনেক চ্যালেঞ্জিং। আশা করি, এই নাটকটি দর্শকদের ভালো লাগবে।’ নির্মাতা এসএম রুবেল জানান, ‘খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।’