• banlag
  • newspaper-active
  • epaper

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০, ১৯ চৈত্র ১৪২৬, ৭ শাবান ১৪৪১

১০০তম পর্বে ‘দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’

সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক

| ঢাকা , শনিবার, ১৬ মার্চ ২০১৯

image

ধারাবাহিক নাটক ‘দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’-এর ১০০তম পর্ব বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ০৮টা ১৫মিনিটে। অনিমেষ আইচ-এর রচনা ও পরিচালনায় নাটকটি প্রচারিত হচ্ছে প্রতি সপ্তাহে বৃহস্পতি-শুক্র-শনিবার রাত ০৮টা ১৫মিনিটে। ‘দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’ একটি কমেডি ধাঁচের ধারাবাহিক নাটক। জয়ন্ত চট্টোপাধ্যায়, ডা. এজাজ, ফারুক আহমেদ। এই ধারাবাহিকটির নামের আদলে এই তিনজনের তিনটি চরিত্র নিয়ে নাটকের গল্প এগিয়ে যায়। এই ধারাবাহিকের গল্পের ধরণটি প্রচলিত ধারাবাহিক থেকে ভিন্ন। চরিত্রগুলির ধরণ স্থির রেখে একেকটি নতুন গল্প আবর্তিত হবে। প্রতিটি গল্পের ব্যাপ্তি ৫ থেকে ৮ পর্বে সীমাবদ্ধ থাকে। যেখানে এই তিনজনের সঙ্গে নানা চরিত্র যোগ বা বিয়োগ হতে থাকে। প্রতিটি ভিন্ন ভিন্ন গল্পে বড় বড় অভিনয়শিল্পীরা এই নাটকে যুক্ত হচ্ছেন। গল্পের উপস্থাপনায় কমেডি থাকলেও প্রতিটি গল্পে একটি ম্যাসেজ দেওয়া হয় বলে জানা গেছে।