• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ১০ মাঘ ১৪২৭, ১০ জমাদিউস সানি ১৪৪২

হঠাৎ সহশিল্পীদের মাঝে টনি ডায়েস

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , বুধবার, ২৯ জানুয়ারী ২০২০

image

বাংলাদেশের নাট্যাঙ্গনের এক সময়ের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস দীর্ঘদিন ধরে সপরিবারে সূদূর আমেরিকাতে আছেন। আজ থেকে ছয় বছর আগে সর্বশেষ টনি ডায়েস ঢাকায় এসেছিলেন। কিন্তু গত বুধবার কলেজ জীবনের বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ঢাকায় নেমেই চলে গিয়েছিলেন কক্সবাজার। সেখানেই টানা কয়েকদিন থাকার পর ঢাকায় ফিরে গত সোমবার রাত ১টার ফ্লাইটে আবার আমেরিকার উদ্দেশে উড়াল দেন তিনি। কিন্তু যাবার আগে অনেকটাই হঠাৎ করে টনি ডায়েসের অনেক নাটকের সহশিল্পী তারিন জাহানের আয়োজনে টনি ডায়েস তার দীর্ঘদিনের অনেক সহশিল্পীর সঙ্গে এক প্রাণবন্ত আড্ডায় মিলিত হয়েছিলেন। রাজধানীর বনানীর একটি অভিজাত রেস্তোরাঁয় গত সোমবার বিকেল ৪টা থেকে রাত প্রায় ৮টা পর্যন্ত তারিনের উদ্যোগে টনি ডায়েসের সঙ্গে দেখা করতে, আড্ডা দিতে যারা উপস্থিত হয়েছিলেন তারা হচ্ছেন আজিজুল হাকিম, শহীদুজ্জামান সেলিম, তৌকীর আহমেদ, তানভীন সুইটি, জিনাত হাকিম, গোলাম ফরিদা ছন্দা, রুনা খান, মৌসুমী নাগ, আশনা হাবিব ভাবনা, পরিচালক এসএ হক অলিক, শান্তা রহমানসহ আরও বেশ ক’জন। খুব অল্প সময়ের মধ্যে টনি ডায়েসের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে পেরে শিল্পীরাও ছিলেন বেশ উচ্ছ্বসিত। টনি ডায়েসও ছিলেন বেশ উচ্ছ্বসিত। টনি ডায়েস বলেন, ‘সবাই আমাকে যে খুব ভালোবাসে, খুব মিস করে এই হঠাৎ করে আয়োজনের মধ্যদিয়ে তাই প্রমাণিত হলো। সবারই একটাই কথা ছিল, সবাই একটি মুহূর্তের জন্য হলেও আমার সঙ্গে দেখা করবে। তারিনই মূলত এ উদ্যোগটা নেয়। আমি ভেবেছিলাম দু’একজন আসবে।

কিন্তু সেলিম ভাই, তৌকীর ভাই’সহ বাকি যারা এসেছিলেন সেটা সত্যিই আমাকে রীতিমতো মুগ্ধ করে রেখেছিল পুরোটা মুহূর্ত। যদিও অল্প সময়ের জন্য সেই আড্ডাটি ছিল। কিন্তু এতটাই প্রাণবন্ত আড্ডা ছিল যে সেই আড্ডা ছেড়ে যেতে আমার ভেতরে কষ্ট হচ্ছিল।’