• banlag
  • newspaper-active
  • epaper

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০, ২৩ আষাঢ় ১৪২৭, ১৫ জিলকদ ১৪৪১

সিনেমা’য় আসছেন মুনিম

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২০

image

মিডিয়াতে পথচলার প্রায় এক যুগ অর্থাৎ ১১ বছর পর নিজের স্বপ্নের পথে হেঁটে চলেছেন তরুণ মডেল ও অভিনেতা মুনিম এহসান। সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনা’ সিনেমায় অভিনয় করেছেন মুনিম। সিনেমাটিতে একজন নেপালী’র চরিত্রে অভিনয় করেছেন তিনি। আপাতত এতটুকুই বলতে পারছেন তিনি। কিন্তু সিনেমাটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত মুনিম। ১১ বছর পর সিনেমাতে অভিনয় সবমিলিয়েই মুনিম ‘ক্যাসিনো’ নিয়ে ভীষণ আশাবাদী। মুনিম বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল সিনেমাতে অভিনয় করার। নানা কারণে আসলে ব্যাট বলে হয়ে উঠছিল না। কিন্তু অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ক্যাসিনো সিনেমায় কাজ করেছি। সবার মতো করেই হয়তো বলতে হচ্ছে যে সিনেমাটির গল্প, নির্মাণশৈলী এবং সিনেমাতে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকেই ভালো করেছেন। সিনেমাটি নির্মাণের পর যদি দর্শকের কাছ থেকে আশানুরূপ সাড়া পাই আমি তাহলে অবশ্যই সিনেমাতে নিয়মিত হবো আমি।’ লক্ষীপুরের দত্তপাড়ার ছেলে মুনিম। রাজধানীর বিএফ শাহীন কলেজে পড়ান সময়ই মূলত ফ্যাশন শো’র প্রতি আগ্রহ বেড়ে যায় কলেজে গ্রুমিং করাতে আসা খ্যাতনামা মডেলদের দেখে। এরপর সেভেন আপ, এয়ারটেল’সহ আরও বেশকিছু প্রতিষ্ঠানের প্রমোসনাল মডেল হিসেবে কাজ শুরু করেন। রাহাত রহমানের নির্দেশনায় সাফা কবির ও মুনিম ‘প্রাণ পিনাট বার’র বিজ্ঞাপনে মডেল হিসেবে আলোচনায় আসেন মুনিম। ‘ফেসবুকিং পারে না’ এটা ছিল এ বিজ্ঞাপনের আলোচিত সংলাপ। এরপর প্রাণ, আরএফএল’র আরও অনেক বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। ফেরদৌস হাসানের নির্দেশনায় ‘মায়া’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। পরবর্তীতে একই পরিচালকের আরও ছয়টি নাটকে অভিনয় করেন। তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ এহসান কবিরের নির্দেশনায় সাবিলা নূরের বিপরীতে ‘ওয়েডিং বেলস’। মুনিম এহসান বর্তমানে দেশের প্রতিথযশা ফ্যাশন হাউজ ‘স্টাইলসেল’, ‘ভোগ বাই প্রিন্স’, ‘ইয়েলো’, ‘এপেক্স’, ‘ওকাল্ড’, ‘ট্রেন্ড’সহ আরও বেশকিছু প্রতিষ্ঠানের ফ্যাশন ডিরেক্টর হিসেবে কাজ করছেন।