• banlag
  • newspaper-active
  • epaper

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০, ১২ অগ্রহায়ণ ১৪২৭, ১১ রবিউস সানি ১৪৪২

সিনেমায় শাকিলা পারভীন

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২০

image

শাকিলা পারভীন মূলত মিউজিক ভিডিওতে অভিনয় করেন। নাটকেও অভিনয় করেছেন তিনি। তবে এবারই প্রথম তিনি সিনেমায় অভিনয় করেছেন। দীপংকর দীপনের নির্মাণাধী সিনেমা ‘অপারেশন সুন্দরবন’-এ অভিনয় করেছেন তিনি। এরইমধ্যে সুন্দরবনে কয়েকটি লটে সিনেমার শুটিং-এ অংশ নিয়েছেন তিনি। সিনেমাটিতে শাকিলা পারভীন জুনিয়ার টাইগার রিসার্চার সুমী চরিত্রে অভিনয় করেছেন। শাকিলা বলেন, ‘আমার অপারেশন সুন্দরবন প্রথম সিনেমা। আমার সৌভাগ্য যে এ সিনেমায় আমি অনেক গুণী শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আমার চরিত্রটি ফুটিয়ে তোলার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি কৃতজ্ঞ সিনেমার পরিচালক দীপংকর দীপন দাদা’র কাছে।

তিনি আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। পুরো টিমই আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছে।’ এদিকে এরই মধ্যে নাসিরুদ্দিন মাসুদের নির্দেশনায় আগামী ঈদের জন্য ‘বন্ধু বেঈমান’ নাটকের কাজ শেষ করেছেন শাকিলা পারভীন। এতে তার বিপরীতে আছেন মীর সাব্বির। শাকিলা অভিনীত প্রথম নাটক ‘সেকেন্ড হাজব্যান্ড’। সাদাতের নির্দেশনায় ‘তথ্য আপা’ তথ্যচিত্রে তথ্য আপা চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন শাকিলা পারভীন। বেলাল খানের দর্শকপ্রিয় গান ‘আবার বাজি’তেও মডেল হয়েছেন শাকিলা পারভীন।