• banlag
  • newspaper-active
  • epaper

শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯, ৬ মাঘ ১৪২৫, ১২ জমাউল আওয়াল ১৪৪০

সিডি চয়েস মিউজিকের ‘মুঠো ভরে প্রেম’

সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক

| ঢাকা , শনিবার, ১২ জানুয়ারী ২০১৯

image

রবিউল ইসলাম রবির কথামালায় এফএ সুমন ও তানজিনার কণ্ঠে আজ ‘মুঠো ভরে প্রেম’ শরো নামের মিউজিক ভিডিও প্রকাশ করছে সিডি চয়েস মিউজিক। পলক হাসানের সুরে এই গানের সঙ্গীত পরিচালনায় ছিলেন অনিম খান। সম্প্রতি গাজীপুরের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে এ গানের মিউজিক ভিডিওর। গানটি সসম্পর্কে তানজিনা বলেন, গানটি সুমন ভক্তদের ভীষণ ভালো লাগবে বলে প্রত্যাশা করি। এফএ সুমন এর কণ্ঠে গানটির যথাযথ মানিয়েছে। গানটি গেয়ে এফএ সুমনও খুব খুশি। এদিকে এফএ সুমনের প্রত্যাশা তার হিট গানের তালিকায় ‘মুঠো ভরে প্রেম’ গানটি স্থান করে নেবে।