• banlag
  • newspaper-active
  • epaper

সোমবার, ০৬ এপ্রিল ২০২০, ২৩ চৈত্র ১৪২৬, ১১ শাবান ১৪৪১

সালমার নতুন গান ‘দিলো না’

সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক

| ঢাকা , শনিবার, ১৩ এপ্রিল ২০১৯

image

প্রতি নববর্ষ উপলক্ষে ভক্তদের জন্য নতুন গানের আয়োজন করেন কণ্ঠশিল্পী সালমা। এবার বৈশাখেও তার নতুন গান-ভিডিও প্রকাশ পাচ্ছে। ফোক ধাঁচের কথা ও সুরে ‘দিলো না’ শিরোনামের গানটির রচয়িতা শাহ আলম সরকার। গানটির সুর ও তিনি করেছেন। আর সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। চিরচেনা হৃদয়কাড়া গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। এতে মডেল হিসেবে আছেন আশফিয়া ওহী ও জুয়েল। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

সালমা বলেন, ‘শাহ আলম সরকারকে আমি গুরুজি মানি। গুরুর গান শিষ্য গেয়েছে এটা আনন্দের। গানটার মধ্যে আলাদা একটা দরদ আছে। আমি আমার গলার সবটুকু দরদ ঢেলে দিয়েছি গানটিতে। আশা করছি ভালো লাগবে গানটি দর্শক-শ্রোতাদের।’ ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের বৈশাখী আয়োজনের অংশ হিসেবে ‘দিলো না’ গানটি তাদের ফোক গানের প্ল্যাটফর্ম ধ্রুব মিউজিক কটেজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।