• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৮ মহররম ১৪৪২, ০৯ আশ্বিন ১৪২৭

সমীরের সঙ্গীতায়োজনে ন্যান্সির ‘প্রেমের প্রকাশ’

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২০

image

নতুন চলচ্চিত্র ‘তুমিময়’ এর ‘প্রেমের প্রকাশ’ শিরোনামের গানে কণ্ঠ দিলেন ন্যান্সি। কণ্ঠশিল্পী ও সংগীতপরিচালক এসকে সমীরের সংগীতায়োজনে গোলাম মোস্তফা শিমুলের পরিচালনায় ও ফিরোজ কবির ডলারের সুরে বাণিজ্যিক চলচ্চিত্রের এই গানটি তৈরি হয়েছে। এসকে সমীরের স্টুডিও মিউজিক ল্যাবে সম্প্রতি গানটির রেকর্ডিংয়ের কাজ সমাপ্ত হয়েছে। গানটির কথা লিখেছেন ছবির পরিচালক গোলাম মোস্তফা শিমুল নিজেই। গানটির বিষয়ে সংগীত পরিচালক এসকে সমীর বলেন, ‘গোলাম মোস্তফা শিমুল ভাইয়ের পরিচালিত সম্পূর্ণ লাভ স্টোরি ছবি ‘তুমিময়’ নতুন এই চলচ্চিত্রে গান থাকছে পাঁচটি ভারত ও বাংলাদেশের যৌথ শিল্পীদের সমন্বয়ে পাঁচটি গানের সংগীত পরিচালনা আমি নিজেই করছি এই পাঁচটি গানের কথা লিখেছেন ছবির পরিচালক শিমুল ভাই নিজেই এবং সবগুলো গানে সুর দিয়েছেন ফিরোজ কবির ডলার। ছবিটি প্রযোজনা করেছেন মোর্শেদ খান হিমেল ভাই। ন্যান্সির সঙ্গে এটাই আমার প্রথম কাজ। এর আগেও শিমুল ভাইয়ের বেশ কয়েকটা ছবিতে আমার কাজ করার সুযোগ হয়েছে সেই গানগুলোতেও সুর দিয়েছিল ফিরোজ কবির ডলার।’ সংগীত শিল্পী ন্যান্সি গানটি প্রসঙ্গে বলেন, ‘পরিচালক গোলাম মোস্তফা শিমুলের লাভ স্টোরি ঘরানার ‘তুমিময়’ শিরোনামের এই ছবির গানটি আমার কণ্ঠ ও ছবির কাহিনীর সঙ্গে সমন্বয় করে করা হয়েছে। আশা করছি আমার ভক্ত ও বাংলা গানের অসংখ্য শ্রোতার কাছে গানটি ভালো লাগবে।’