ছবি দিয়েই অভিনয় জগতে আসেন সুনেরাহ বিনতে কামাল। তানিম রহমান অংশুর পরিচালনায় ‘ন ডরাই’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর স্বীকৃতিও অর্জন করেছেন এরই মধ্যে। আগামী ১৭ জানুয়ারি এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি গ্রহণ করবেন অভিনয় জীবনের এ সেরা প্রাপ্তি। এর কিছুদিন পর চলতি মাসেই অভিনয়ে ফিরছেন বলে জানিয়েছেন সুনেরাহ । একটি অনলাইন কনটেন্টের শুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। পাশাপাশি একটি পূর্ণদৈর্ঘ্য ছবিতেও অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন সুনেরাহ। এ ছবি সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে অপারগ এ অভিনেত্রী। তবে ছবির শুটিং শুরু হবে আগামী আগস্টে। এ প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘জাতীয় পুরস্কার পাওয়ার পর অনেক ধরনের ছবিতেই অভিনয়ের প্রস্তাব পাচ্ছি। একসঙ্গে অনেক কাজের সঙ্গে যুক্ত থাকতে চাই না। কারণ তাতে মনোসংযোগে ঘাটতি পড়ে আমার। আমার চিন্তা হলো- যে কাজ করব, সেটি যেন মানসম্মত হয়। তাই ধীরে ধীরে অভিনয় ক্যারিয়ার পরিচালিত করার পরিকল্পনা আছে।’
বাংলাদেশ ও ভারত সরকার যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা
বেশ কয়েক বছর ধরে অভিনয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন সালহা খানম নাদিয়া।
বাংলা গানের একজন ব্যক্তিত্ববান কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ। অল্প কিছু
চট্টগ্রামের আঞ্চলিক গানে কণ্ঠ দিলেন নিশীতা বড়ুয়া। গানের শিরোনাম ‘সামাজিক সম্প্রীতি’। গানটি
প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া থেকে নতুন বছরে মুক্তি পেয়েছে এআর রাব্বির নতুন
প্রেম ভালোবাসার গল্পের পাশাপাশি মাঝে মধ্যেই ব্যতিক্রমী গল্পের নাটকে অভিনয় করেন আফরান