• banlag
  • newspaper-active
  • epaper

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৬ মহররম ১৪৪২, ০৭ আশ্বিন ১৪২৭

শাফিনের দুটি গান প্রকাশের অপেক্ষায়

    সংবাদ :
  • নিজস্ব বার্তা পরিবেশক
  • | ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০

image

শাফিন আহমেদ করোনার এ সময়ে নতুন গান তৈরি নিয়ে ব্যস্ত রয়েছেন। গত মাসে ‘শুরু থেকে শুরু’ শিরোনামে একটি নতুন গান প্রকাশ হয় তার।

এরপর নতুন আরও দুটি গান প্রকাশের উদ্যোগ নিয়েছেন এ সঙ্গীতশিল্পী। গান দুটির সব কাজও শেষ করেছেন। এরই মধ্যে ‘অসমাপ্ত’ শিরোনামের একটি গানের কথা লিখেছেন সাইফুল্লাহ মাহমুদ দুলাল। এর সুর করেছেন শিল্পী নিজেই। অন্যটির শিরোনাম ‘কে তুমি’। এ গানের গীতিকার হলেন আমিনুল ইসলাম। যথারীতি এ গানের সুরকারও শাফিন আহমেদ।

গান দুটি প্রসঙ্গে তিনি বলেন, ‘চলতি মাসেই নতুন গান দুটি প্রকাশ হবে। সেভাবেই প্রস্তুতি চলছে। যেহেতু গানকে পেশা হিসেবে নিয়েছি তাই গানের কাজ করে যাচ্ছি নিয়মিত। শ্রোতারাও উৎসাহিত করছেন নতুন গান তৈরির জন্য। মহামারীর এ সময়েও শ্রোতারা গান শুনছেন, যা ইতিবাচক একটি বিষয়।’ আগে থেকেই ‘ডাবল বেইজ প্রোডাকশনস’ নামের তার একটি অডিও প্রযোজনা সংস্থা আছে। সম্প্রতি ‘ক্যান্ডি রেকর্ডিং স্টুডিও’ নামের একটি প্রফেশনাল রেকর্ডিং স্টুডিও খুলেছেন এ সঙ্গীতশিল্পী।