• banlag
  • newspaper-active
  • epaper

শনিবার, ০৮ আগস্ট ২০২০, ১৭ জিলহজ ১৪৪১, ২৪ শ্রাবণ ১৪২৭

রুমির স্মরণে যাত্রাপালা

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , বুধবার, ২৯ জানুয়ারী ২০২০

image

বিশিষ্ট যাত্রাভিনেতা ও যাত্রাপালার পরিচালক প্রয়াত কাজী শহিদুল ইসলাম রুমির স্মরণে ২৭ জানুযারি সন্ধ্যা ৬টায় খুলানার দৌলতপুরে বীণাপাণী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক স্মরণসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালা ‘কহিনুর’ মঞ্চায়নের আয়োজন করা হয়। রবীন্দ্রনাথ বসাকের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি শেখ সৈয়দ আলি, নূর ইসলাম বন্দ, শেখ মোহাম্মদ, অ্যাড. মিনা মিজানুর রহমান, শাহীন জামাল পণ। অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন বাসুদেব ম-ল, চৈতী গাঙ্গুলীসহ বিয়নমণির নিজস্ব শিল্পীগন। এ অনুষ্ঠানে কাজী শহিদুল ইসলাম রুমি স্মৃতি সম্মাননা স্মারক ২০২০ তুলে দেয় হয় প্রখ্যাত যাত্রাভিনেতা আবু ইউসুফ খান প্যাটেলের হাতে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীফ খান।

সবশেষে প্রদর্শিত হয় রুমির প্রিয় যাত্রাপালা ব্রজেন্দ্র কুমার দে রচিত ‘কহিনুর’। পরিচালনা করেছেন রুমির প্রিয় বন্ধু গোপাল চন্দ্র শীল, অভিনয়ে ছিলেন শেখ মোস্তফা জাহের দুলাল, গোপালচন্দ্র শীল, মো. মান্নু, কোনিকা পোদ্দার, রিজিয়া, মিলি, কল্পনা, প্রদীপ কুমার, রনজিত কুমার বিশ্বাস, অজিত বিশাস, হুমায়ুন, আমজাদ, রহমান সহ রুমির বন্ধু ও সহশিল্পী গন।