• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ১২ জুলাই ২০২০, ২৮ আষাঢ় ১৪২৭, ২০ জিলকদ ১৪৪১

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পরিচালকের ‘দ্যাট ট্রাফিকার’

সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক

| ঢাকা , বুধবার, ১২ জুন ২০১৯

image

গেল ৮ জুন যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি তরুণ পরিচালক বদরুল আহমদের ‘দ্যাট ট্রাফিকার’ সিনেমাটি প্রদর্শিত হয়েছে। মিশিগান স্টেট ওয়ারেন সিটির ‘বেল এয়ার লাক্সারি’ সিনেমা হলে স্থানীয় সময় বিকেল ৫টায় সিনেমাটি প্রদর্শিত হয়। মিশিগানে এর আগে বাংলা সিনেমা প্রদর্শিত হলেও কোন বাংলাদেশির পরিচালনায় ইংলিশ সিনেমা প্রদর্শিত হয়নি। সিনেমার গল্পটি এক যুবকের জীবনের উত্থান-পতন নিয়ে। নানা ধরনের ঘটনা অতিবাহিত করে যুবকটি এক সময় টাকার প্রয়োজনে ড্রাগ ডিলারদের সঙ্গে সম্পৃক্ত হয়। এরপর আসে জীবনের নানা পরিবর্তন। এরকমই গল্প নিয়ে সিনেমাটি এগিয়ে যায়। সিনেমাটির নির্মাতা বদরুল আহমদ বলেন, ‘এটি ভালো সাড়া ফেলেছে। ভিন্ন ধাঁচের গল্প। দর্শক চাইলে ভবিষ্যতে আরও নতুন ধাঁচের ছবি উপহার দিতে পারব।’ সিনেমাটিতে অভিনয় করেছেন- ট্রেন্টন পফাউজার, টোকিও ফাইসন, জোনাথান উইলিয়ামস, স্টেফানে ভিয়েটর, উইলিয়াম এডামু। সিনেমাটির মিউজিক করেছেন রিয়াব রাইস। এছাড়া সিনেমাটির সহকারী প্রযোজক আলভী হক এবং সহকারী পরিচালক হিসেবে ছিলেন আবির মাহফুজ।