এবারের একুশে বইমেলায় আত্মপ্রকাশ করল নতুন প্রকাশনা সংস্থা ‘পার্বণ প্রকাশ’। এর মাধ্যমে গুণী নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজান প্রকাশনা জগতে প্রবেশ করলেন। এ বছর পার্বণ প্রকাশ থেকে মোট চারটি বই প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে ৭ ফেব্রুয়ারি, শুক্রবার বিকেল ৪টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে তিনি এক প্রকাশনা উৎসব ও পাঠ উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রকাশিত চারটি বইয়ের মধ্যে ‘দাঁড়াও সভ্যতা’ নামে মাসুদ সেজানের একটি কবিতার বইও আছে। এটি তার প্রথম কাব্যগ্রন্থ। এছাড়াও তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে, ‘আবৃত্তি : নির্বাচিত প্রবন্ধ ও ১০০ কবিতা’ নামের একটি গ্রন্থ। মাসুদ সেজানের দশটি নাটক নিয়ে গল্প লিখেছেন সারফুদ্দিন আহমেদ, যা ‘সেজানের নাটক থেকে গল্প’ শিরোনামে এসেছে। এর বাইরে ‘নোবেল জয়ীদের কবিতা’র একটি অনুদিত গ্রন্থ; যা বাংলায়ন করেছেন কবি রহমান হেনরী।
‘অভিনয় শিল্পী সংঘ’ আয়োজিত এবং সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে চিকিৎসাধীন আছেন এন্ড্রু কিশোর।
আসছে ভালোবাসা দিবসের জন্য সমপ্রতি নির্মিত হয়েছে খণ্ড-নাটক ‘মনের আয়না’। নাটকটি রচনা
২০০২ সালে চিরকুটের আত্মপ্রকাশ। চার বছরের মাথায় আসে তাদের প্রথম গান। এখন
বিশ্ব ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে ‘তোমার ওই ভালোবাসায়’ শিরোনামের দ্বৈতগান নিয়ে