• banlag
  • newspaper-active
  • epaper

শুক্রবার, ০৩ জুলাই ২০২০, ১৯ আষাঢ় ১৪২৭, ১১ জিলকদ ১৪৪১

ভারত রঙ মহোৎসব এ ফেইম’র নাটক ‘ইডিপাস’

| ঢাকা , শুক্রবার, ০৯ নভেম্বর ২০১৮

image

এশিয়ার অন্যতম নাট্য পীঠস্থান ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত ২০তম ‘ভারত রঙ মহোৎসব’ এ মঞ্চায়নের জন্য নির্বাচিত হয়েছে চট্টগ্রামের অন্যতম নাট্য শিক্ষা প্রতিষ্ঠান ফেইম নাট্যকলা বিভাগের নাটক ‘ইডিপাস’। এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আবেদনকৃত নাটকের মধ্য থেকে নির্বাচন কমিটি উৎসবে মঞ্চায়নের জন্য এ নাটক নির্বাচন করেন। আগামী ১ থেকে ২১ ফেব্রুয়ারি, ২০১৯ এ ভারতে বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক এই নাট্য উৎসব এবার ২০তম বারের মতো আয়োজিত হচ্ছে। ফেইম নাট্যকলা বিভাগ এর আগেও ১০ম, ১২তম, ১৫তম, ১৮তম, ‘ভারত রঙ মহোৎসব’ এ ভিন্ন ভিন্ন নাটক নিয়ে চারবার নির্বাচিত হয়ে অংশগ্রহণ করে। গ্রিক নাট্যকার সফোক্লিস রচিত এবং সৈয়দ আলী আহসান ও সুধাংশুরঞ্জন ঘোষ অনুদিত এই নাটকটির নির্দেশনায় আছেন ফেইম পরিচালক অসীম দাশ।