• banlag
  • newspaper-active
  • epaper

সোমবার, ২০ আগস্ট ২০১৮, ৫ ভাদ্র ১৪২৫, ৭ জিলহজ ১৪৩৯

ফ্যাশন আইকন জাহিদ খানের ঈদ

সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক

| ঢাকা , বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮

image

সংগীতশিল্পী ও ব্রাউডাল মেকআপ আর্টিস্ট জাহিদ খান বরাবরে মতো এবারও তার পরিবারের সঙ্গেই ঈদ উদযাপন করবেন। ঈদের নামাজের পর পরিবার ও বন্ধুদের সময় দেবেন। আর রাতে ঘরোয়া অনুষ্ঠানে অংশ নেবেন। এ সময়ের অনেক তরুণদের ফ্যাশন আইকন জাহিদ খান ঈদের পোশাক নির্বাচনের ক্ষেত্রেও বেশ চুজি। স্থান, কাল ও পাত্র বিবেচনায় জাহিদ খান তার পোশাক নির্বাচন করে থাকেন। পোশাকের মধ্যে তার পছন্দসই হলো পাঞ্জাবি। পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং করা কোটি ও জুতা পরেন তিনি।

জাহিদ খান জানান, শপিং করতে তিনি খুবই পছন্দ করেন। কিছু দিন পূর্বে কলকাতায় একটি সম্মাননা গ্রহণ করার কারণে এবারের ঈদের অধিকাংশ কেনাকাটা তিনি কলকাতা থেকেই করেছেন। ঈদ উপলক্ষে জাহিদ খান তার ভক্ত ও শুভাকাংক্ষীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।