• banlag
  • newspaper-active
  • epaper

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০, ২৬ চৈত্র ১৪২৬, ১৪ শাবান ১৪৪১

ফেইমের নতুন প্রযোজনা ‘ন্যায়পরায়ণ’

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯

image

চট্টগ্রামের অন্যতম সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগ আলব্যের ক্যামু’র নাটক ‘ন্যায়পরায়ণ’ মঞ্চে আসছে আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর। নগরীর রাইফেল ক্লাব সংলগ্ন থিয়েটার ইন্সটিটিউট, চট্টগ্রাম মিলনায়তনে দু’দিনই সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ফেইমের নব এই প্রযোজনাটি।

নাটকটি আলব্যের কামু’র ‘ল্য জুস্ত’ অবলম্বনে অনুবাদ করেছেন পলাশ ভদ্র। নাটকটির নির্মাণ ভাবনা ও নির্দেশনায় আছেন ফেইম পরিচালক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষক অসীম দাশ। ফেইম নাট্যকলা বিভাগের ২৫তম প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মুবিদুর রহমান সুজাত, উৎপল দাশগুপ্ত, বাপ্পী সিকদার, কমল বড়ুয়া, আজমল হোসেন, আশরাফা হোসেন, দীপ্ত চক্রবর্তী, সাবিহা বিনতে জসিম ও মো. ফরহাদ হোসেন। নাটক মঞ্চায়নের আগে ফেইম নাট্যকলা বিভাগের পরিবেশনায় ক্লাসওয়ার্ক পরিবেশিত হবে থিয়েটার ইন্সটিটিউট প্রাঙ্গণে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।