• banlag
  • newspaper-active
  • epaper

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০, ২০ চৈত্র ১৪২৬, ৮ শাবান ১৪৪১

ফিরেছে রণবীর সিং ও আলিয়া ভাট জুটি

সংবাদ :
  • বিনোদন ডেস্ক

| ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২০

image

বলিউডের সুপারহিট সিনেমা ‘গাল্লি বয়’। ছবির হিট জুটি মুরাদ-সফিনাকে মনে আছে? এই দুই চরিত্রে রণবীর সিং ও আলিয়া ভাট বাজিমাত করে দিয়েছিলেন। তাদের কেমিস্ট্রি দাগ কেটেছিল দর্শকের মনে। সেই জুটি আবারও ফিরছে রুপালি পর্দায়। ঠিক তাই, এমন খবরই দিয়েছে আনন্দবাজার। পাশাপাশি আরও একটি চমক দিয়েছে। রণবীর-আলিয়া ফিরবেন সঞ্জয়লীলা বানসালীর সিনেমা দিয়ে। রণবীর সিং বরাবরই বানসালীর ফেভারিট ছিলেন। আর আলিয়া ভাট তার সাম্প্রতিক ছবির নায়িকা। ‘দেবদাস’র পরিচালক এবার এই দু’জনকে নিয়ে আসতে চাইছেন এক ফ্রেমে। শোনা যাচ্ছে, ১৯৫২ সালের হিট ছবি ‘বৈজু বাওরা’র আধারে ছবি তৈরির কথা ভাবছেন বানসালী। চিত্রনাট্য তৈরি হবে মূল ছবির আধারেই, যে ছবিতে ছিলেন ভারত ভূষণ এবং মীনা কুমারী। মুক্তির পর সিনেমা হলে একশো সপ্তাহেরও বেশি সময় ধরে চলেছিল এই হিট মিউজিক্যাল সিনেমা। এবার সেই ছবিতে আলো ছড়াবেন রনবীর-আলিয়া। ২০২১ সালে ‘বৈজু বাওরা’র রিমেকের মুক্তির পরিকল্পনা করেছেন বানসালী। তবে করোনার জেরে পরিবর্তিত পরিস্থিতিতে কবে থেকে শুটিং ফ্লোর সচল হবে, তার উপরেই আপাতত নির্ভর করছে আগামী দিনের পরিকল্পনা। এ ছবিতে সঙ্গীতের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। বানসালী আপাতত ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ নিয়ে ব্যস্ত, যেখানে আলিয়া রয়েছেন গঙ্গুবাইয়ের চরিত্রে।