গেল মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিট থেকে বাংলাদেশ টেলিভিশনে প্রচার শুরু হলো বদরুল আনাম সৌদ রচিত ও নির্দেশিত দীর্ঘ ধারাবাহিক নাটক ‘লুকোচুরি লুকোচুরি গল্প’। বদরুল আনাম সৌদ জানানÑ প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার একই সময়ে বিটিভিতে নাটকটি নিয়মিতভাবে প্রচার হবে। এ নাটকে সুবর্ণা মুস্তাফার মেয়ের চরিত্রে অভিনয় করছেন নীলাঞ্জনা নীলা। নীলার বাবার চরিত্রে অভিনয় করছেন আজাদ আবুল কালাম। নাটকটিকে অভিনয় প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘যেহেতু অভিনয়ই আমার মূল পেশা তাই ভালো গল্প, ভালো চরিত্র পেলে অবশ্যই আমি অভিনয় করার চেষ্টা করব এবং সেটা রুটিন করেই করব। এই ধারাবাহিকটির গল্প হালকা মেজাজের। দর্শককে বিনোদন দিতেই সব নাটক নির্মিত হয়। সৌদের এ নাটকটি দর্শককে বিনোদিত করতেই নির্মিত হয়েছে। নীলা ভালো অভিনয় করার চেষ্টা করছে। তার এই চেষ্টাটা অব্যাহত রাখুক এটাই আমি চাই।’ সৌদের নির্দেশনায় সুবর্ণা মুস্তাফার সঙ্গে নীলা প্রথম অভিনয় করেছিলেন ‘গহীন বালুচর’ সিনেমায়। নাটকটি নিয়ে রচয়িতা ও নির্মাতা বদরুল আনাম সৌদ বলেন, ‘আমার রচিত ও নির্মিত এ ধারাবাহিকটি নিয়ে আমি মোটামুটি আশাবাদী। আমার কেন যেন মনে হয় দর্শক নাটকটি দেখে বেশ আনন্দিত হবেন। দর্শকের ভালো লাগার কথা ভেবেই নাটকটি নির্মাণ করছি। ধন্যবাদ এই নাটকে যারা অভিনয় করছেন তাদের প্রত্যেককে।’ একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা আপাতত আমেরিকাতে আছেন। আগামী ২২ এপ্রিল তিনি দেশে ফিরবেন। এদিকে নীলা এরই মধ্যে শেষ করেছেন সম্রাটের নির্দেশনায় ‘কিউপিড’ নাটকের কাজ। এতে তার সহশিল্পী হিসেবে আছেন শতাব্দী ওয়াদুদ ও তানভীর।
আগামী ২৬ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু
ব্রডকাস্ট প্রডিউসারস অ্যাসোসিয়েশনের ৩য় ইন্টার অ্যাকটিভ সেশনে আসবেন বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব নওয়াজীশ
বৈশাখ উপলক্ষে ‘বৈঠা ছাড়া তরী’ শিরোনামে মিউজিক ভিডিও প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী মনুতোষ
আগামীকাল থেকে দুরন্ত টেলিভিশনে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘গুড্ডুবুড়া’। কথাসাহিত্যিক আনিসুল হকের
১৯৯৫ সালে শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিলেন নাজু আখন্দ। গানের ভুবনে
‘ললনা’ গান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন তরুণ সঙ্গীতশিল্পী শেখ সাদী। গত বছর ১৫