• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ১০ মাঘ ১৪২৭, ১০ জমাদিউস সানি ১৪৪২

‘সুলতান স্বর্ণ পদক-২০২০’

পেলেন ড. ফরিদা জামান

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , বুধবার, ২৯ জানুয়ারী ২০২০

image

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মবার্ষিকীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রতিবছর ১ জন বিশিষ্ট চারুশিল্পীকে সুলতান স্বর্ণপদক প্রদান করা হয়। প্রতি বছরের ধারাবাহিকতায় এস এম সুলতানের ৯৬তম জন্মবার্ষিকী ২০২০ উপলক্ষে গতকাল সুলতানের কর্ম ও জীবনের উপর আলোচনা ও সুলতান স্বর্ণপদক প্রদান করা হয়। সুলতান স্বর্ণপদক ২০২০ পেলেন অধ্যাপক ড. ফরিদা জামান। পদকপ্রাপ্ত শিল্পীকে ২৭ জানুয়ারি বিকাল ৫টায় নড়াইল সুলতান মঞ্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রদত্ত সুলতান (স্বর্ণ) পদক তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, এমপি। এছাড়াও স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নড়াইল ১ এর সংসদ সদস্য মো. কবিরুল হক মুক্তি এবং নড়াইল ২ এর মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।