• banlag
  • newspaper-active
  • epaper

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০, ১৫ ফাল্গুন ১৪২৬, ৩ রজব ১৪৪১

নির্মিত হলো নাটক ‘উহা একটি প্রেম ছিল’

সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক

| ঢাকা , মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০১৯

image

সম্প্রতি নির্মিত হলো নাটক ‘উহা একটি প্রেম ছিল’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফরহাদ। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল, শার্লিন ফারজানা, শামীমা নাজনীন, জুবায়ের জাহিদ, আলামিনসহ আরো অনেকে। নাটকের গল্পে দেখা যাবে- রাতুল একটা বায়িং হাউজে ভালো বেতনের চাকরি করে। অফিসের জরুরী একটা মিটিং এ উপস্থিত হওয়ার জন্য সকাল বেলা দ্রুত বের হতে গিয়েই রাতুলের ফোনে অপরিচিত একটা নাম্বার থেকে মেসেজ আসে। এরপর রুম থেকে বের হতেই একটা অপরিচিত কল। অপর প্রান্ত থেকে ভেসে আসা একটা মেয়েলি ভয়েজ রাতুলকে ওলট পালট করে দেয়। চোখের সামনে ভেসে ওঠে এক জীবনে কাউকে না বলতে পারা একটা অমীমাংসিত সংলাপ, ফেলে আসা কলেজ লাইফ, দীর্ঘ ছয় সাতটা বছর নিজের সঙ্গে যুদ্ধ করার সেই সময়। তুলি নামের মেয়েটি রাতুলকে সারা জীবন শুধু বন্ধু ভেবেই এসেছিল, এতোটা বছর পরে এসে রাতুল আজ ফোনের মাধ্যমেই বলে দেয় না বলা কথাটা। তুলি অবাক হয়ে জিজ্ঞেস করে এতদিন কেন বলে নি। এদিকে তুলি একজনের সংসার করছে। এমন গল্পেই এগিয়ে যাবে নাটকের গল্প।