• banlag
  • newspaper-active
  • epaper

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৮ মহররম ১৪৪২, ০৯ আশ্বিন ১৪২৭

নাটককে নতুন যায়গায় নিতে চান কাজী রিটন

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯

image

মিডিয়ায় সাধারণত পর্দায় যাদের উপস্থিতি থাকে তাদের খবরই বেশিরভাগ প্রকাশ হয়। কিন্তু যাদের আন্তরিকতায় এবং অর্থলগ্নির কারণে কাজগুলো পর্দায় আসে তারা থেকে যান অন্তরালেই। বিশেষ করে প্রযোজকদের খবরতো আসেই না। অথচ বড় বড় তারাকা তৈরি হওয়ার পেছনে থাকে তাদের অনেক বড় ভূমিকা। কিন্তু মিডিয়ায় যারা অর্থলগ্নি করতে আসেন তাদের অনেকর মনেই এখানে ব্যবসার চেয়ে সৃজনশীল কাজ করার চিন্তা থাকে বেশি। নিজের সৃজনশীল চিন্তার প্রকাশ ঘটান তারা প্রযোজনার মাধ্যমে। লাভের চেয়ে ভালো কাজ দর্শকদের উপহার দেয়াই থাকে অনেক প্রযোজকের মূল উদ্দেশ্য। তেমনি একজন কাজী রিটন। একজন গুণীমানুষ ও ভালো প্রযোজক হিসেবে যার অনেক সুনাম আছে। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’। অনেক বছর ধরে প্রযোজনার সঙ্গে যুক্ত আছেন কাজী রিটন। আগামীকাল শনিবার রাত ৮টায় তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটি নাটক অনএয়ার হচ্ছে আরটিভিতে। নাটকের নাম ‘বিবাহ সংকট’। নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি। রচনায় সুমন আনোয়ার। অভিনয় করেছে ডা. ইনামুল হক, সজল, ঊর্মিল, নিথর মাহবুব, সাহেলাসহ অনেকেই। কাজী রিটন বলেন, ‘শুধু ব্যবসা করাই আমার মূল উদ্দেশ্য না। বাংলা নাটক কে নতুন যায়গায় নিয়ে যেতে চাই।