• banlag
  • newspaper-active
  • epaper

বুধবার, ০৩ জুন ২০২০, ২০ জৈষ্ঠ ১৪২৭, ১০ শাওয়াল ১৪৪১

দুরন্ত’র ভ্রমণবিষয়ক অনুষ্ঠান ‘চলো যাই যাই যাই’

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , শনিবার, ০৯ নভেম্বর ২০১৯

image

মা-বাবার সাথে ছোট শিশুদের দেশের বিভিন্ন দর্শনীয় এবং ঐতিহাসিক স্থান ভ্রমণ নিয়ে দুরন্ত টিভিতে আবার প্রচারিত হচ্ছে অনুষ্ঠান ‘চল যাই যাই যাই’। সুমনা

সিদ্দিকী পরিচালিত এই অনুষ্ঠানটি প্রতি শুক্র ও শনিবার দুপুর ২টায় ও রাত ৮টায় প্রচারিত হয়। ‘চল যাই যাই যাই’ অনুষ্ঠানে প্রতিটি পর্বে একটা নতুন পরিবারের ভ্রমণ দেখানো হয়। ভ্রমণে যাওয়ার উপায়, ভ্রমণস্থলের গুরুত্ব, নান্দনিকতা, নিরাপত্তা নিয়ে ভ্রমণে অংশগ্রহণকারী পরিবারের সদস্যবৃন্দ তাদের অভিজ্ঞতার বিবরণ দেয়। শিশুরা যেখানেই যায় তাদের থাকে রাজ্যের প্রশ্ন। মা-বাবা সেই প্রশ্নের উত্তর দেয়। তারা বাস, ট্রেন বা অন্য কোনো সুবিধাজনক বাহনে ভ্রমণ স্থলে যায়। ভ্রমণ স্থান উপভোগ করে, উপভোগ করে স্থানীয় খাবার, অংশগ্রহণ করে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা উৎসবে, মিলিত হয় বৈচিত্র্যময় মানুষের সাথে। তাদের ভ্রমণের প্রাতিটা মুহূর্ত এবং অভিজ্ঞতার বিবরণসহ খুঁটিনাটি বিষয় ক্যামেরাবন্দী করা হয়। তাই অনুষ্ঠানের শিশুদের সাথে সাথে দর্শকরাও জেনে যায় নানা তথ্য।