• banlag
  • newspaper-active
  • epaper

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০, ১৫ ফাল্গুন ১৪২৬, ৩ রজব ১৪৪১

থাইল্যান্ডে ‘রেবেল লাইভ অ্যাকশন ইকো আর্ট’-এ তানভীর শেখ

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯

image

থাইল্যান্ড থিয়েটার কোম্পানি ‘রেবেল আর্ট স্পেস’ এর আয়োজনে ‘রেবেল লাইভ অ্যাকশন ইকো আর্ট’ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে আগামী ১৪ থেকে ১৯ অক্টোবর। বাংলাদেশ থেকে ‘ব্লাকফ্লেইম থিয়েটার’ এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মূকাভিনেতা তানভীর শেখ এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করছেন। ব্যাংকক আর্ট অ্যান্ড কালচার সেন্টারে অনুষ্ঠিতব্য এ নাট্য-উৎসবে তানভির ‘দ্য ব্লাইন্ড পার্স্পেক্টিভ’ শিরোনামের একক মূকাভিনয় করবেন। সপ্তাহব্যাপী এ আয়োজনে স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও বেশ কয়েকটি দেশের নাট্যসংগঠন অংশগ্রহণ করবে। এছাড়াও ‘রেবেল লাইভ অ্যাকশন ইকো আর্ট’ ফেস্টিভ্যালের নির্ধারিত সেমিনার ‘আর্টিস্ট টক’ এ আগামী ১৬ অক্টোবর ‘বাংলাদেশের সমকালীন নাট্যচর্চা ও মূকাভিনয়-এর সম্ভাবনা’ শীর্ষক ভিজ্যুয়াল প্রতিবেদন উপস্থাপন করবেন তানভীর। এছাড়া আগামী ১২ অক্টোবর ব্যাংককের ‘ইনডিপেনডেন্ট স্টুডিও’তে থাইল্যান্ডের নাট্যদল ‘স্পাইন পার্টি মুভমেন্ট’-এ ‘মাইম ফর স্টোরি টেলিং’ বিষয়ক নাট্য কর্মশালা পরিচালনার করবেন তিনি। তানভীর শেখ বলেন, ‘বিগত ৮ বছর যাবৎ থিয়েটারে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছি। ‘বিনোদনে নান্দনিকতা’ স্লোগানে ২০১৭ সালের ১ নভেম্বর প্রতিষ্ঠা করি ‘ব্ল্যাকফ্লেইম থিয়েটার’।

এই দল থেকে নিয়মিত মূকাভিনয় প্রযোজনা তৈরি করছি এবং মঞ্চায়ন করছি।