• banlag
  • newspaper-active
  • epaper

বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১৩ মাঘ ১৪২৭, ১৩ জমাদিউস সানি ১৪৪২

তৌসিফ-সাফার ‘চিরকাল’

    সংবাদ :
  • বিনোদন প্রতিবেদক
  • | ঢাকা , রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২০

image

তৌসিফ-সাফাকে জুটি করে টেলিছবি বানালেন আরিয়ান। সিএমভি প্রযোজিত ৬০ মিনিটের এই টেলিছবির নাম ‘চিরকাল’। তৌসিফ-সাফা কবির ছাড়াও এতে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, শহীদুল আলম সাচ্চু, স্বর্ণলতা প্রমুখ। কাজটি প্রসঙ্গে এর নির্মাতা ও নাট্যকার মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘এটা একটা ভালোবাসার গল্প। মানে ভালোবাসা এক একটা স্তরে কেমন রূপ নেয়, সেটা তুলে ধরার চেষ্টা। সম্প্রচারের আগে আমরা গল্প নিয়ে গল্প না করাই ভালো।’ সাফা-তৌসিফকে নিয়ে প্রথম শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘দুজনের ভেতর অভিনয় করার চেষ্টা ছিলো। তবে সেটা কতটুকু কাজে লাগবে, নির্ভর করছে অডিয়েন্সের ওপর। এমনিতে তারা দুজনই শিল্পী হিসেবে আমার বেশ পছন্দের।’ ‘চিরকাল’ প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, শিগগিরই টেলিছবিটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।